নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ষড়ঋতুর দেশ। চলছে শীতকাল কনকনে শীতে গরিব অসহায় মানুষগুলি কষ্ট ভোগ করছে সে কষ্ট লাগবে এগিয়ে আসেন শেখ রাসেল স্মৃতি সংস্থা। ২১ জানুয়ারী ২০২৪ ধানমন্ডি ৩২ নম্বর তাকওয়া মসজিদের সামনে বিকাল তিনটায় সংস্থার চেয়ারম্যান বাবু মৃত্যুঞ্জয় মন্ডলের সভাপতিত্বে এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ নাদের হোসেন লিপু চেয়ারম্যান মিল্কভিটা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনায়েত লতিফ ডেপুটি জেনারেল ম্যানেজার ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড বিশেষ অতিথি আয়কর হারাধন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির হাত থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বাৎসরিক শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি মিল্কভিটার চেয়ারম্যান নাজির হোসেন দিপু তার বক্তব্য বলেন – এটি একটি মহান কাজ। সমাজের সকল সামার্থ বানদের এই মহত কাজে এগিয়ে আসার আহব্বান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে মানুষের পাশে দাড়ানো এবং সহযোগীতার হাত বাড়ানোর আহব্বান জানান।