নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড এম এ সামাদ ও ৫ দলীয় জোটের নেতৃবৃন্দ আজ ১১ মে ২০২৪ গণমাধ্যমে প্রকাশের জন্য এক বিবৃতি দেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন স্বাধীনতা যুদ্ধের অগ্রণী সৈনিক, প্রবীণ বামপন্থী তাত্ত্বিক ও লেখক কমরেড হায়দার আকবর খান রনোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা জানিয়েছেন এবং তার পরিবার স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, শিক্ষা আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ জনজীবনের সমস্ত সংগ্রামে তার উজ্জ্বল উপস্থিতি বাংলাদেশের সংগ্রামী জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর স্বপ্ন ছিল শোষণহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য দেশপ্রেমিক সাহসী বামপন্থী নেতা ও মুক্তিযোদ্ধাকে হারালো। তাঁর শোক সন্তপ্ত পরিবার, স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে আরও স্বাক্ষর করেন ৫ দলীয় বাম জোটের শরিক দল বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বিধান দাস, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি তালেবুল ইসলাম, বাংলাদেশের সমতা পার্টি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড সামসুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ৫ দলীয় বাম জোটের পরিচালনা কমিটির সদস্য কমরেড সাহিদুর রহমান।