নিজস্ব প্রতিনিধিঃ শীতার্ত অসহায় শিশুদের মধ্যে শীতবস্ত বিতরণ করছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। ২২ জানুয়ারী ২০২৪ মঙ্গলবার রাজধানীর ৭টি পয়েন্টে সংগঠনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রচন্ড শীতে কষ্ট পাওয়া অসহায় শিশুদের সহযোগিতায় এগিয়ে আসতে বিত্তবানসহ খেলাঘর সংগঠকদের প্রতি আহ্বান জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
বাড্ডা এলকায় কেন্দ্রীয় খেলাঘরের তত্ত্বাবধানে শ্যামল ছায়া খেলাঘর আসর শিশুদের মধ্যে কম্বল বিতরণ করে। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সভাপতি মন্ডলীর সদস্য হান্নান চৌধুরী,সদস্য সামিনা জাহান আদেল ও সাইফ শোভন। কমলাপুর,মালিবাগ ও শান্তিনগর এলকায় পথ শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন খে লাঘর আসরের সভাপতি মন্ডলীর সদস্য হান্নান চৌধুরী ও খেলাঘর সংগঠক সাইফ শোভন। খিলগাঁও এলাকায় পথশিশুদের মঝে কম্বল বিতরণ করেন খেলাঘর ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমনা সহিদ। মানিকনগরে শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য সীমা রানী ঘোষ ও খেলাঘর সংগঠক রুমা ঘোষ। মিরপুরে শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন খেলাঘর সংগঠক সাহানা আক্তার লাকি ও অব্যয়।
খেলাঘর আসরের সংগঠকগণ আশা করেন যে, তাদের মত সকল সংগঠক ও সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে এলে অসহনীয় শীতে শীতার্ত অসহায় ছিন্নমূল মানুষেরা একটু প্রশান্তি পাবে। এ বিষয়ে সকলের সুদৃস্টি কামনা করেন।