নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ২২ জানুয়ারী ২০২৪ বিকাল ৩:০০টায় মোহাম্মদপুর ঢাকা উদ্যানে বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা পশ্চিমাঞ্চল আঞ্চলিক কমিটি গঠনের উদ্যোগে এক শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা পশ্চিমাঞ্চল আঞ্চলিক কমিটির সভাপতি নাইমুল হাসান। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক। আরো বক্তব্য রাখেন মোঃ সানু খান, মোঃ মাসুদ, মোঃ ইউসুফ, মোঃ কাইয়ুম খান, মিয়া চাঁন ফকির, প্রশান্ত কুমার রায়, আব্দুর রাজ্জাক, বাচ্চু মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় প্রধান বক্তা বলেন- অটোরিক্সা হালকাযান শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনই অধিকার আদায়ের একমাত্র পথ। তাই শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ থেকে দাবী আদায়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করার আহ্বান জানিয়ে আরো বলেন পরিবহন শ্রমিকদের আন্দোলনের ফসল বিআরটিএ। কিন্তু বিআরটিএ শ্রমিক ও মালিকদের সেবার পরিবর্তে শ্রমিকদের উপর নিপীড়ন সহ নানাভাবে হয়রানি করে আসছে। চালকদের লাইসেন্স ও ডোপ টেস্টের নামে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে শ্রমিকগণ প্রতিবাদ করে আসলেও তার কোন পরিবর্তন হয় নাই। তাই অনতিবিলম্বে শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা ছাড়া কোন পথ নেই।
প্রধান অতিথি আবুল হোসাইন বলেন- পরিবহন শ্রমিকরা যাত্রীদের সেবা দিয়ে আসছে দীর্ঘদিন থেকে। কিন্তু সরকার এবং এই সমাজ তাদের কাজের স্বীকৃতি দেওয়া নিয়ে অনেক গড়িমুষি করছে। তাই সংগঠনের বৃহত্তর স্বার্থে পরিবহন শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। আর ঐক্যবদ্ধ ভাবে ন্যায্য অধিকার আদায়ের পথ হচ্ছে ঐক্যবদ্ধ আন্দোলন। তিনি আরো বলেন- এই বৈষ্যমের জন্য আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করি নাই। আমরা মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি।
পরিশেষে নাইমুল হাসান কে সভাপতি ও মোঃ সানু খানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ঢাকা পশ্চিমাঞ্চল আঞ্চলিক কমিটি ঘোষনা করা হয়।