নিজস্ব প্রতিনিধিঃ দেশের স্কুল -কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু । আজ এক বিবৃতিতে এস এস সি ও সমমানের পাবলিক পরীক্ষার ফলাফল বিপর্যয়ে গভীর উদ্বেগ, হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেন ও ফলাফল বিপর্যয়ের মুলকারন উন্মোচন করে শিক্ষার মান উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকরি পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন,গতবছরে তুলনায় এ বছর শতকরা প্রায় ১৫ ভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে এবং তেতাল্লিশ হাজারেরও বেশী পরীক্ষার্থী জিপিএ -৫ পায়নি গতবছরের তুলনায় কম জিপিএ ৫ পেয়েছে। এতে প্রমাণিত হয়েছে শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান না করে দলীয় রাজনীতি, ব্যক্তিস্বার্থে শিক্ষাকে বানিজ্যে রুপদান ও কোচিং বানিজ্যকে সম্প্রসারণ করেছে।
বিগত ১৬ বছর ধারাবাহিকভাবে শিক্ষাকে ধ্বংস করার জন্য আওয়ামী সরকার ফুলিয়ে ফাঁপিয়ে পরীক্ষার খাতায় বেশী নম্বর দিয়ে জিপিএ ৫ বেশী দেখিয়েছে। এর দায় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষাবোর্ড ও শিক্ষা মন্ত্রনালয় এড়িয়ে যেতে পারেনা।
তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়। সরকারকে ধ্বংসের হাতথেকে শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করার অনুরোধ জানান অভিভাবক ফোরাম।