নিজস্ব প্রতিনিধিঃ ন্যাশনাল সেন্টার “রাশিয়া” তাদের বৃহৎ আন্তর্জাতিক প্রকল্প “The Future of the World: A New Platform for Global Growth”-এর আওতায় আয়োজিত আন্তর্জাতিক প্রবন্ধ প্রতিযোগিতার সময়সীমা ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো আগামী দিনের বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে একটি সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি তৈরি করা, যেখানে রাশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশের থিঙ্ক ট্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, ব্যবসায়িক খাত, বৈজ্ঞানিক মহল এবং গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

নিম্নোক্ত চারটি বিষয়ভিত্তিক ক্ষেত্রে প্রবন্ধ আহ্বান করা হয়েছে:
• মানুষে বিনিয়োগ
• প্রযুক্তিতে বিনিয়োগ
• পরিবেশে বিনিয়োগ
• সংযোগ ব্যবস্থায় বিনিয়োগ
সংক্ষিপ্ত তালিকাভুক্ত সেরা প্রবন্ধগুলোর লেখকরা ২০২৬ সালের এপ্রিল মাসে মস্কোতে অনুষ্ঠিতব্য Open Dialogue Forum-এ সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন।
অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা ও আবেদন নির্দেশিকা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে:
dialog.russia.ru
যোগাযোগের ঠিকানা
ন্যাশনাল সেন্টার “রাশিয়া”
যোগাযোগ ব্যক্তি: দারিয়া গ্রিবিনা
ফোন: +7 (905) 011-47-43
ইমেইল: dialog@russia.ru

