ADVERTISEMENT
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result
ADVERTISEMENT

জুলাই টু জুলাই : প্রত্যাশার খাতা ! – এম. গোলাম মোস্তফা ভুইয়া।।

admin by admin
July 10, 2025
in সারা বাংলা
0
জুলাই টু জুলাই : প্রত্যাশার খাতা ! – এম. গোলাম মোস্তফা ভুইয়া।।
ADVERTISEMENT

RelatedPosts

নেত্রকোণায় সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

সোমবার থেকে সবার জন্য উন্মুক্ত সুন্দরবন

নারায়ণগঞ্জে বিস্ফোরণে ৯ জনের মধ্যে ৭ জনের মৃত্যু

২০২৪ সালের ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার হাজারো প্রাণের বিনিময়ে, রক্তাক্ত করে রাজপথ দীর্ঘ ১৬ বছরের ফ্যাসীবাদী স্বৈরশাসনের অবসান হয়েছিল। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শুরু আন্দোলনটিই এসময় ফ্যঅসীবাদী শাসকের পতনের লক্ষে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের সূচনা করে। যা সরকার পতনের মধ্য দিয়ে বিজয়ের ধারার সূচনা হয়েছিল। ৫ আগস্ট বিজয়ের চূড়ান্ত রূপ লাভ করে। এই ঐতিহাসিক আন্দোলনের মধ্যূ দিয়েই ফ্যাসীবাদী শাসকের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু পদত্যাগই করেন নাই, পদত্যাগ করে প্রতিবেশী ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এর ফলেই দেশের রাজনীতিতে তৈরি হয় নতুন পরিবেশ। ফ্যাসিবাদবিরোধী দলগুলোর প্রকাশ্য বাধাহীন রাজনীতি করার সুযোগ সৃষ্টি হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় এক বছর পূর্তিতে অর্ন্তবর্তীকালিন সরকার ও রাজনৈতিক দলগুলোর জুলাই ও আগস্ট মাসজুড়ে নানা কর্মসূচী চলছে। এরই মধ্যে জনমন জানতে চায় এক বছরে জুলাই গণ-অভ্যুত্থানের চাওয়া-পাওয়ার হিসাব কতটা মিললো ? জুলাইয়ের সুফল কার ঘরে কতটা উঠল?

স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশবাসীর মনে প্রত্যাশা ছিল, বিগত আওয়ামী শাসনামলে ঘটে যাওয়া সব অন্যায়-অবিচারের অবসান হবে, অবসান ঘটবে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের, জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, সমাজের সকল স্তরের শান্তি প্রতিষ্ঠিত হবে এবং দেশ এগিয়ে যাবে। আর এই সকল অঙ্গীকার নিয়েই ঐক্যবদ্ধ হয়েছিল দেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো। তবে এক বছর না যেতেই সব প্রত্যাশায় বড় ধরনের হোঁচট খেতে হলো। এবার জনমনে প্রশ্ন উঠেছে- ‘জুলাই চেতনা কি আদৌ পূরণ হলো, নাকি অধরাই রয়ে যাবে ?’ কারণ স্বাভাবিকভাবেই তখন সাধারণ মানুষের প্রত্যাশা ছিল- পূর্ববর্তী শাসনামলের দুঃশাসন, দুর্নীতি ও বিচারহীনতার অবসান ঘটবে। নতুন সরকার দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক এবং সুশাসনভিত্তিক রাষ্ট্র নির্মাণে দৃঢ় হবে।

রক্তের বিনিময়ে অর্জিত এবং রক্তের পিচ্ছিল পথের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার জনমানুষের আশা-আকাক্সক্ষা অনুসারে যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে তা নিয়ে এখানো চলছে নানা তর্ক-বিতর্ক, সেই সংস্কার এখনও বাস্তবরূপ লাভ করেনি। তবে এরই মধ্যে আশার কথা হলো যে, এ সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ঐক্য প্রক্রিয়া বা ঐক্য প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। শেষ পর্যন্ত সবাই নিজ নিজ অবস্থান থেকে ছাড় দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠায় আগ্রহী হয়ে উঠছেন। জনগন আশা করতে ই পারে সংস্কার প্রক্রিয়া শেষে প্রতিশ্রুত সময়সীমার মধ্যেই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে যা মধ্য দিয়ে দেশবাসী তার হারানো ভোটাধিকার ফিরে পাবে।

যে কোন গণ-অভ্যুত্থান নিজেই একটি বড় প্রাপ্তি। সেই অর্থে জুলাই গণ-অভ্যুত্থান আমাদের জন্য অবশ্যই একটি বিশাল প্রাপ্তি। জুলাই অভ্যুত্থানের কারণেই আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতন হলো, তার চেয়ে বড় প্রাপ্তি এ দেশের জনগণের জীবনে খুব কমই আছে। এই অভ্যুত্থানের আগে-পরে দেশে যে বিপুল জনসচেতনতা ও সৃষ্টিশীল গণক্ষমতার উদ্বোধন আমরা দেখেছি, তরুণদের মধ্যে যে স্বচ্ছ রাজনৈতিক আকাঙ্ক্ষা ও দেশ গঠনের দৃঢ় প্রত্যয় জন্ম নিতে দেখেছি, তা এককথায় মহাকাব্যিক।

২০২৪ থেকে ২০২৫ সালের জুলাই। এই এক বছরের হিসাবনিকাশটা এখনো সম্পন্ন করা কি সম্ভব ? ইতিমধ্যে অনেকেই আলেঅচনা করছেন —কী চেয়ে কী পেলাম। এক বছর আগে যে গণ-অভ্যুত্থান আমরা প্রত্যক্ষ করেছি, তা নিছক একটি সাধারণ রাজনৈতিক ঘটনা বলে মনে করলে চলবে না। বরং এটি ছিল একটি সামাজিক বিস্ফোরণ, যেখানে বহুদিন ধরে জমে থাকা ক্ষোভ, বঞ্চনা, অসন্তোষ একসঙ্গে বিস্ফোরিত হয়েছে। এমন বিস্ফোরণ রাজনৈতিক অঙ্গনে হুটহাট করে ঘটে না, বা প্রতিদিনই ঘটে না। ’২৪-এর অভ্যুত্থান ছিল মূলত ছাত্রদের নেতৃত্বে নানা সামাজিক শক্তির সম্মিলিত উদ্যোগ, যেখানে রাজনৈতিক দল শুধু প্রান্তিক চরিত্রে অবস্থান করেছে। আওয়ামী লীগের দমন-পীড়ন, গুম, খুন ও হিংসাত্মক আচরণ, পুলিশবাহিনীর নৃশংসতা-সবকিছুকে উপেক্ষা করে ছাত্র-জনতা সেদিন যে গণপ্রতিরোধ গড়ে তুলেছিল তাকে দমন করা কোনো সরকারের পক্ষেই সম্ভব ছিল না। জুলাই-২৪-এর প্রতিটি দিন রাজপথে ক্ষুব্ধ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছিল। সর্বস্তরের নারী-পুরুষ, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী অদম্য সাহসিকতায় বুক চিতিয়ে স্লোগান দিচ্ছিল ‘বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর।’ কিন্তু অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে যে বাস্তবতা তৈরি হয়েছে, তা কি সত্যি কোনো গণমুখী রাষ্ট্র গঠনের পথে আমাদের নিয়ে যাচ্ছে? নাকি আবার পুরোনো রাজনৈতিক কাঠামোর মধ্যেই আমরা ঘুরপাক খাচ্ছি? এই প্রশ্নের উত্তর খুজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।

জুলাই গণআন্দোলন প্রসঙ্গে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল বা নেতার ডাকে জুলাইয়ে নামিনি। যে অস্ত্র-গুলি জনগণের টাকায় কেনা তা জনগণের বিরুদ্ধে ব্যবহার হওয়ার বিরুদ্ধে রাজপথে নেমেছি। আজ রক্তের ওপর দাঁড়িয়ে সরকার শহিদ ও আহতদের তালিকা করতে না পেরে ও শহিদ পরিবার এবং আহতদের ডেকে তাদের কথা না শুনে নৈতিকভাবে ব্যর্থ হয়েছে। জুলাই ঘোষণাপত্র ছাড়া এ রাষ্ট্রে জনগণের অধিকার আদায় সম্ভব না।

শহিদ নাফিসা হোসেন মারওয়ার পিতা প্রশ্ন রাখেন, আমাদের কেন সরকারের কাছে জুলাই সনদ চাইতে হবে? কেন এই হত্যাকাণ্ডের বিচার চাইতে হবে? এই সরকার তো ক্ষমতায় বসে আছে শহিদদের রক্তের ওপর। সরকারের উচিত ছিল নিজ দায়িত্বে জুলাই সনদ ও বিচারের ব্যবস্থা করা। তিনি দাবি করেন অতিসত্বর খুনিদের বিচার কাজ ত্বরান্বিত করতে হবে ও জুলাই ঘোষণাপত্র দিতে হবে।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, শুধু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলেই জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে না। গণঅভ্যুত্থানের প্রাপ্তি-অপ্রাপ্তি এবং জুলাই সনদ চূড়ান্ত করতে হবে। ১৬ বছর ফ্যাসিবাদী সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে সীমাহীন লুটপাট ও দুর্নীতি করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার নামে চরম স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছে। সমালোচনা ও বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে নিষ্ঠুর দমন-পীড়ন চালিয়েছে। মানুষের ভোটের অধিকার হরণ করেছে। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করার পাশাপাশি তারা ইতিহাসকেও অনেকাংশে আত্মসাৎ করেছে, যার দায় দেশবাসীকে বহন করতে হবে বহু বছর। এই সকল কিছুর বিরুদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে।

আওয়ামী শাসনামলে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে আমাদের জাতীয় বীর শের-এ- বাংলা এ কে ফজলুল হক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়দিী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী, সশস্র মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাওলানা আবদুর রশিদ র্তবাগীশ, তাজ উদ্দিন এবং সৈয়দ নজরুল ইসলামকে। তাদের বিষয়ে রাষ্ট্রকে সিদ্ধান্ত গ্রহন করতে হবে। রাষ্ট্রীয় মর্যদায় তাদের সকলকে অধিষ্ঠিত করতে হবে। আমাদের জাতির দুর্ভাগ্য, আমাদের দেশে ক্ষমতার বদলের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায়। কেবল চেয়ার নয়, রাষ্ট্রের নীতিকৌশলও। কিন্তু এসব কতটা জনগণের কল্যাণে আর কতটা ভিন্ন কারণে, সেটা ভেবে দেখার বিষয়। বাংলাদেশে এ পর্যন্ত সংবিধানে ১৭টি সংশোধনী আনা হয়েছে, যার বেশির ভাগই দলীয় ও ব্যক্তিস্বার্থে।

আমাদের ইতিহাস কিন্তু শুধু ৫২ থেকে শুরু হয়ে যায়নি, আমাদের ইতিহাসের দীর্ঘ লড়াই আছে। ব্রিটিশবিরোধী লড়াই আছে, সাতচল্লিশের লড়াই আছে এই ভূখণ্ডের মানুষের, একাত্তরের লড়াই আছে, নব্বই আছে, চব্বিশ আছে। ইতিহাসের বাকে বাকে অনেকেরই অনেক অবদান রয়েছে। অনেক ফাউন্ডিং ফাদারস রয়েছেন, যাঁদের অবদানের ফলে এই ভূখণ্ড, এই রাষ্ট্র, আমরা স্বাধীনতা পেয়েছি। ফলে আমরা এটিকে একটি দলে, একজন ব্যক্তিতে সীমাবদ্ধ করতে চাওয়া সঠিক হবে না।

ADVERTISEMENT

জুলাই আন্দোলনের অবশ্যই ব্যর্থতা রয়েছে। বড় ব্যর্থতা হচ্ছে এই যে জনগণের অংশগ্রহণমূলক একটি রাষ্ট্রব্যবস্থা গঠনের যে সুযোগ তৈরি হয়েছিল, বাস্তবে তা রূপ দেয়া সম্ভব হয় নাই, সে সুযোগ হাতছাড়া হয়েছে। অভ্যুত্থান একটি প্রবল রাজনৈতিক ঝড়ের মতো এসে, রাষ্ট্রক্ষমতার ওপর জমে থাকা আগের ভোগদখলকারীদের ইমারতকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। কিন্তু সেই ফাঁকা জায়গায় গণমানুষের প্রতিনিধিত্বমূলক কাঠামো না গড়ে, পুরোনো ধারাতেই চুনকাম শুরু হয়েছে। আর এর পেছনে রয়েছে একধরনের হিসাবি রাজনীতি।

আন্দোলনের চালিকাশক্তি ও জীবন দেয়া ছাত্র, শিক্ষক, শ্রমিক, মফস্বলের মানুষগুলো এখন সবচেয়ে উপেক্ষিত। আমরা যদি অন্তর্বর্তী সরকারের গঠন এবং কার্যক্রম লক্ষ করি, তাহলে দেখব এই সামাজিক শক্তিগুলোকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। বরং সরকার গঠনে একটি পরিষ্কার ‘পিক অ্যান্ড চুজ’ নীতি কাজ করেছে। এর মানে হলো, সরকার নিজেই ঠিক করেছে কারা গ্রহণযোগ্য এবং কারা নয়। যার ফলে সত্যিকারের কোনো সামাজিক দাবিদারেরা জায়গা পাননি, বরং কিছু সুবিধাভোগী গোষ্ঠী বা নমনীয় ‘সুশীল’ ব্যক্তিরা জায়গা পেয়েছেন।

সরকার পরিবর্তন হলেও কিছু বড় ব্যবসায়ী ও লুটেরা গোষ্টির প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে গোপনে সমঝোতা করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। তাদের লুন্ঠন বন্ধ হয়েছে বলে মনে হচ্ছে না। তারা এখনো সমভাবেই পূর্বেরমত রাষ্ট্রের বিভিন্ন স্থানে অবস্থান করছে। বড় বড় কিছু বিজনেসম্যান আছে, তাদের সঙ্গে যেই রাজনৈতিক দলই আসুক না কেন, সেই রাজনৈতিক দলের একটা সুন্দর নেগোসিয়েশন হয়ে যায়। সেই বিজনেসম্যানরা ধীরে ধীরে বিজনেস মাফিয়া হয়ে উঠতে শুরু করে। তাদের কিছু মিডিয়া হাউস থাকে, তারা মিডিয়া মাফিয়া হয়ে ওঠে। এরপর তাদের কিছু ব্যাংক হয়, ধীরে ধীরে তারা ব্যাংক মাফিয়া হয়ে ওঠে। অল্প কিছু মানুষের কম্বিনেশনে একটা মাফিয়াদের এম্পায়ার (রাজত্ব) হয়, সেই মাফিয়াদের এম্পায়ারে বিভিন্ন ব্যবসায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রবেশের দরজাটা বন্ধ করে রাখা হয়। ফলে বহু অর্জনই আর জনগনের হৃদয় সম্পর্শ করতে পারে না। জুলায়ের অর্জনও কি তাহলে ছিনতাই হয়ে যাবে সেরকমভাবেই ?

রাষ্ট্রকে এবার জনগণের হাতে ফিরিয়ে না দিলে ইতিহাস আবার সাক্ষ্য দেবে—গণ-অভ্যুত্থানে সরকারের পরিবর্তন হলেও পরিবর্তিত ব্যবস্থায় গণমানুষের জায়গা তৈরি হয়নি। এখনই সময়, অভ্যুত্থান-পরবর্তী সরকারের ভেতরে গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর। এখনই সময় সামাজিক শক্তিগুলোকে সংগঠিতভাবে রাজনৈতিক কাঠামোয় যুক্ত করার। সুযোগ কিন্তু বারবার আসে না। যদি এবারের সুযোগ জাতির হাত ছাড়া হয়ে যায় তাহলে ভবিষ্যতে জনগনের আকাঙ্খা পূরণ করা কঠিন থেকে কঠিনতর হতে বাধ্য। মনে রাখতে হবে, জুলাই ২৪ এ যদি আন্দোলনকারীরা হেরে যেত তাহলে হেরে যেত বাংলাদেশ। জুলাইয়ের আত্মত্যাগ অনেক বড় একটা ঘটনা। এই ঘটনার ওপর ভর করে যারা আজ বিভিন্ন ফায়দা লুটে নিচ্ছেন, জেনে রাখবেন আপনাদের স্থান আস্তাকুঁড়ে ছাড়া অন্য কোথাও নয়, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আমরা চাই, আমাদের এই রাষ্ট্র প্রতিষ্ঠায় যার যেটুকু অবদান, সেটুকুর যথাযথ মূল্যায়ন হোক। কারও অবমূল্যায়ন কিংবা অতি মূল্যায়ন দেশ ও জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না।

Previous Post

এস এস সি ও সমমানের পাবলিক পরীক্ষায় ফলাফল বিপর্যয়।। অভিভাবক ফোরাম এর উদ্বেগ ও ক্ষোভ

Next Post

চলমান সংস্কার কার্যক্রমে সংখ্যালঘুদের আলোচনার বাইরে রাখায় ঐক্য পরিষদের গভীর ক্ষোভ প্রকাশ

Next Post
চলমান সংস্কার কার্যক্রমে সংখ্যালঘুদের আলোচনার বাইরে রাখায় ঐক্য পরিষদের গভীর ক্ষোভ প্রকাশ

চলমান সংস্কার কার্যক্রমে সংখ্যালঘুদের আলোচনার বাইরে রাখায় ঐক্য পরিষদের গভীর ক্ষোভ প্রকাশ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.