মোহাম্মদ ইকবাল হোসেন: সমবায় (১ জুলাই ) জাতীয় প্রেসক্লাবে খাঁন সারওয়ার মুরশিদ জন্মশতবার্ষিকীর জাতীয় উদযাপন কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খান সারওয়ার মুরশিদের জন্মশতবর্ষ জাতীয় উদযাপন কমিটির আহ্বায়ক ড. ফখরুল আলম বলেন,শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক খান সারওয়ার মুরশিদের ১০০তম জন্মদিন। এই উপলক্ষে উত্তরসূরী: নূরজাহান-সারওয়ার মুরশিদ সাংস্কৃতিক কেন্দ্র সহ আরো কিছু জাতীয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন একত্রে এই দেশবরেণ্য অগ্রণী চিন্তাবিদের জন্মশত বার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছি। জুলাই মাসের পহেলা সপ্তাহ থেকে শুরু করে এ বছরের শেষ নাগাদ নানাবিধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে খানসারওয়ার মুরশিদ-কে স্মরণ করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ-পরিকল্পনা বাস্তবায়নে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা সাপেক্ষে গত জুন মাসে ‘খান সারওয়ার মুরশিদ জন্মশতবর্ষ জাতীয় উদযাপন কমিটি’২৪ সদস্য বিশিষ্ট গঠন করি ।
জাতীয় কমিটির সকল সদস্যবৃন্দ:
অধ্যাপক ড. ফকরুল আলম, বঙ্গবন্ধু চেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাসনাত আব্দুল হাই, হামনাও আব্দুল হাই, সাহিত্যিক, শিরসমালোচক ও সাবেক সচিব
অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
অধ্যাপক ড. পারভীন হাসান, উপাচার্য, মেন্টাল উইমেন্স ইউনিভাসিটি।
ড. সারওয়ার আলী, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ আনুযার; নির্বাহী সম্পাদক, ছায়ানট, ড. এস এম ইসলাম, মুহম্মদ নূরুল হুদা, মহাপরিচালক, বাংলা একাডেমি. ড. গোলাম সাত্তার, ভিসি, রাজাশাহী বিশ্ববিদ্যালয়. মুহাম্মদ আসফ-উদ-দৌলা, সাবেক সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব. জাকির হোসেন, প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ. ড. খান আহমেদ সাইদ মুরশিদ, অর্থনীতিবিদ ও বি আই ডি এস-এর প্রাক্তন মহাপরিচালক. ড. তাজিন মুরশিদ, সমাজবিজ্ঞানী ও ইতিহাসবিদ. কুমার মুরশিদ, লন্ডনে প্রাক্তন লেবার পার্টির সদস্য ও কাউন্সিলর. মোরশেদ শফিউল হাসান, গবেষক ও লেখক. কাজী সুফিয়া আখতার, নারীনেত্রী ও লেখক
. ড আনোয়ারুল করিম, লালন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এবং ফোকলোর গবেষক. হামিদা হোসেন, নারীনেত্রী ও গবেষক, আইন ও সালিশ কেন্দ্র-এর সহ-প্রতিষ্ঠাতা. রওশন জাহান, নারী নেত্রী ও গবেষক,
মাফুজা খানম, গবেষক ও এশিয়াটিক সোসাইটির প্রাক্তন সভাপতি. ব্যারিস্টার মনজুর হাসান ওবিই, প্রাক্তন নির্বাহী পরিচালক, টি আই বি. সঙ্গীতা ইমাম, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও উদীচীর সহ-সাধারণ সম্পাদক. মন্ময় জাফর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক. নাভিন মুরশিদ, গবেষক ও শিক্ষক, কোলগেট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র. গোলাম সারোয়ার, সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য, কণ্ঠশীলন
উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক ডঃ ফকরুল আলম,সংবাদ সম্মেলনে উত্তরসূরীর মহাসচিব শারমীন মুরশিদ সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ডঃ পারভিন হাসান, সাধারণ সম্পাদক মম্ময় জাফর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড.সৈয়দ মনজুরুল ইসলাম, সেট্টাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. পারভীন , নাগরিক উদ্যোগ প্রধান নির্বাহী জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।