রুপসীবাংলা৭১ প্রতিবেদক : রাজবাড়ীতে ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে পরিবার।
মঙ্গলবার ওই ছাত্রী ডাক্তারী পরীক্ষা করানোর পাশাপাশি আদালতে তার জবানবন্দী রেকর্ড করা হয়েছে।
এ ঘটনায় ওই শিশু ছাত্রীর মা বাদী হয়ে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের শহিদের ছেলে আবু সাঈদ (৩০)কে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
তবে ঘটনার পর থেকে আবু সাঈদ আত্মগোপনে রয়েছে।
মামলার বাদী ওই ছাত্রীর মা জানিয়েছেন, গত ২৪ জানুয়ারি দুপুর ১টার দিকে তার মেয়ে এক সহপাঠিকে নিয়ে বাড়ীর পাশের একটি পুকুর চালায় যায় বড়ই কুড়াতে। ওই সময় আবু সাঈদ সেখানে আসে এবং কৌশলে তার মেয়েকে বড়ই পেরে দেবার লোভ দেখিয়ে মেয়ের সহপাঠিকে বাড়ী পাঠিয়ে দেয়। পরবর্তীতে আবু সাঈদ তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় শিশু মেয়েটি চিৎকার করে। তখন আবু সাঈদ কাউকে কিছু না বলার জন্য ভয় দেখিয়ে চলে যায়।
মেয়েটি অসুস্থ অবস্থায় বাড়ীতে ফিরে এসে কান্নাকাটি করে। ওই ঘটনার পর মেয়েটির চিসিৎসা সেবা প্রদান শেষে মঙ্গলবার আবু সাঈদকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান তিনি।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মোঃ রুস্তম আলী জানান, ঘটনার পর থেকেই এক সন্তানের জনক শ্রমিক আবু সাঈদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ওই শিশু ছাত্রী ডাক্তারী পরীক্ষা করানোর পাশাপাশি আদালতে তার জবানবন্দী রেকর্ড করা হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

