রুপসীবাংলা৭১ প্রতিবেদক : হিমালয়ের কন্যা খ্যাত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়। ধীরে ধীরে নামতে শুরু করেছে এই জেলার তাপমাত্রার পারদ। সকাল-সন্ধ্যার বাতাসে বইছে হালকা শীতের ছোঁয়া।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগের দিন, সোমবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাট। সড়কে বিভিন্ন ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”
রুপসীবাংলা৭১/এআর

