নিজস্ব প্রতিনিধঃ “মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি” এই শ্লোগান ধারণ করে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ আজ ২ মার্চ ২০২৪ শনিবার বিকাল ৪টায় বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্তমঞ্চে “বঙ্গবন্ধু উৎসব ২০২৪” -এ বঙ্গবন্ধু কে নিবেদন করে কবিকন্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য এবং আলোচনার আয়োজন করে।”বঙ্গবন্ধু উৎসব ২০২৪” এর শুভ উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক-গবেষক গোলাম কুদ্দুছ।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন নিপু এবং আয়োজনটি সঞ্চালনা করেন জাহান বশীর।
বঙ্গবন্ধু কে নিবেদন করে শিল্পবৃত্তি ও খেলাঘর শিশু সংগঠনের পরিবেশনা দিয়ে সাংস্কৃতিক আয়োজনের শুরু হয়। দলীয় সঙ্গীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী।একক সঙ্গীত পরিবেশন করেন আবু বকর সিদ্দিক, মাহবুব রিয়াজ ও আবিদা রহমান সেতু।দলীয় আবৃত্তি পরিবেশন করে সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র। একক আবৃত্তি পরিবেশন করেন সুবর্না আরফিন, রুবিনা আজাদ, লীজা চৌধুরী, মোস্তফা কামাল রনি, রূপশ্রী চক্রবর্তী।