রিপোর্টর- শাহজালাল (রাসেল)ঃ বাংলাদেশ অ্যাকোয়া প্রোডাক্ট কোম্পানীজ অ্যাসোসিয়েশন (বাপকা) নব – নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ০২ মার্চ ২০২৪, শনিবার বিকেল ৫ ঘটিকায় রাজধানী কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) থ্রি – ডি সেমিনার হল, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা -১২১৫ এ বাপকা নব – নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান এমপি, মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।বাংলাদেশ অ্যাকোয়া প্রোডাক্ট কোম্পানীজ অ্যাসোসিয়েশন (বাপকা) নব – নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের বর্তমান পরিচালনা পর্ষদের নামের তালিকা, উপদেষ্টা মোঃ আশেক উল্লাহ রফিক এমপি, সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান, সহ – সভাপতি সনাতন ঘোষ, সহ – সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক
মোঃ মনিরুল হক খান, সহ – সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেন, কোষাধ্যক্ষ মতাসিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, নির্বাহী সদস্য মোহাম্মদ তারেক সরকার, নির্বাহী সদস্য আফতাব আলম, নির্বাহী সদস্য জুবায়ের আব্দুল্লাহ জামান, নির্বাহী সদস্য মো: খায়রুল কবীর, নির্বাহী সদস্য মো: আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য শহিদুল আলম চৌধুরী, নির্বাহী সদস্য ডা. মাহমুদুল হাসান, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল আজীম, নির্বাহী সদস্য তাহমিনা আক্তার লিমা, নির্বাহী সদস্য মদন কুমার বর্মন এবং এক্স অফিসিও মো: ইয়াহিয়া সোহেল।
এ সময় মাননীয় মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বদা গ্রামবাংলার মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের দিকে বিশেষ নজর রাখতেন। ৩০ জুন ১৯৭২ বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন ও আন্তর্জাতিক সমবায় সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় সেমিনারে প্রদত্ত বাণীতে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে উন্নত জীবনের অধিকারী হবে- এই হচ্ছে আমার স্বপ্ন’। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের জন্য উনার সুযোগ্য কন্যার নেতৃত্বে বর্তমান সরকার অত্যন্ত সফলতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন-৪১ বাস্তবায়নপূর্বক একটি সুখী ও সমৃদ্ধি জাতি বিনির্মানের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপদানের ক্ষেত্রে বাপকার সকল সদস্যকে আহ্বান জানান।