ADVERTISEMENT
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্যাক্ট চেক : বিয়ে করেছেন বিজয়-রাশমিকা?

admin by admin
January 28, 2026
in বিনোদন
0
ফ্যাক্ট চেক : বিয়ে করেছেন বিজয়-রাশমিকা?
ADVERTISEMENT

RelatedPosts

ঢাকার বর্ষায় জন্ম নেয়া প্রেমের গল্পে নতুন জুটি

‘হুট করে ভাইরাল হয়ে হারিয়ে যেতে চাই না’

বিশিষ্ট সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ এর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : রাশমিকা মান্দানার পরনে লাল টুকটুকে শাড়ি। গলায় নেকলেস, কানে দুল, সিঁথিতে টিকলি। নববধূ রাশমিকার পাশে বরের বেশে বসে বিয়ের আচার পালন করছেন বিজয় দেবরকোন্ডা। তাদের পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারকা অভিনয়শিল্পী আল্লু অর্জুন, সামান্থা রুথ প্রভু, মহেশ বাবুসহ অনেকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়।

মূলত, ইনস্টাগ্রামে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ভিডিও ক্লিপটি পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে—“গত ২৬ জানুয়ারি, হায়দরাবাদে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। তারকা যুগলের বিয়েতে দক্ষিণী সিনেমার তারকা অভিনয়শিল্পী আল্লু অর্জুন, রাম চরণ, মহেশ বাবু, রাম চরণ, ম্রুণাল ঠাকুরসহ অনেকে উপস্থিতি ছিলেন।”

এরপর থেকে দীর্ঘ দিনের প্রেমিক যুগল বিজয়-রাশমিকার বিয়ে নিয়ে চর্চা চলছে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি নেটিজেনরাও এ জুটিকে অভিবাদন জানাচ্ছেন। অনেকে আবার সন্দেহ প্রকাশ করে বলছেন—“বিয়ের খবর সত্যি নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।” ফলে বিজয়-রাশমিকার বিয়ের খবর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ সংশয় দূর করে সঠিক উত্তর খোঁজার চেষ্টা করেছে রাইজিংবিডি।

সোশ্যাল মিডিয়া ঘেঁটে ‘দেবএআইম্যাশন’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। ভেরিফায়েড এই অ্যাকাউন্ট থেকেই ভিডিওটি প্রথম প্রকাশ করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে তারা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই অ্যাকাউন্ট থেকে রাশমিকা-বিজয়ের বিয়ের ভিডিও প্রকাশ করে। ক্যাপশনে জানানো হয়েছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি করা। শুধু বিনোদনের জন্য এটি বানানো হয়েছে। কারো ক্ষতি বা কাউকে কষ্ট দেওয়ার জন্য এটি তৈরি করা হয়নি। কিছুদিন আগে দক্ষিণী সিনেমার তারকা ধানুশের সঙ্গে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের বিয়ের একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়। এ ভিডিও তৈরি করে ‘দেবএআইম্যাশন’।

ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। প্রায় এক দশকের বেশি সময় ধরে গুঞ্জন উড়ছে, প্রেম করছেন এই যুগল। যদিও তা অস্বীকার করে আসছিলেন তারা। সবকিছু পেছনে ফেলে বাগদানের মাধ্যমে গুঞ্জনই বাস্তবে রূপ দিয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। গত বছরের নভেম্বরে এক সংবাদ সম্মেলনে বাগদান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মুচকি হেসে রাশমিকা বলেন, “ব্যাপারটি সবাই জানে।”

সেই সময়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানায়, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিশাল একটি প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন রাশমিকা-বিজয়। বিয়ের দিন-তারিখ নিয়ে ইন্টারনেটে ঝড় বইছে। এ নিয়ে রাশমিকা বা বিজয়—কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি আবার অস্বীকারও করেননি।রাশমিকা-বিজয়ের ঘনিষ্ঠ সূত্র এনডিটিভিকে জানান, গত বছরের ৩ অক্টোবর, বিজয়ের হায়দরাবাদের বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের বাগদান অনুষ্ঠিত হয়। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধরা উপস্থিত ছিলেন।

রাশমিকা তার সোশ্যাল মিডিয়ায় নিজের পোষা কুকুর অরাকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তার হাতে ঝলমলে হীরার আংটি দেখা যায়, যা অনেকেই বিজয়ের দেওয়া বাগদানের আংটি বলে মনে করেন। একই সময়ে বিজয়কেও অন্ধ্রপ্রদেশে শ্রী সত্য সাই বাবার মহাসমাধি দর্শনে পরিবারের সঙ্গে দেখা যায়, তার হাতেও একটি আংটি ছিল। মূলত, তারপরই এ জুটির বাগদানের গুঞ্জনের সূচনা।

ADVERTISEMENT

২০১৭ সালে কন্নড় সিনেমার নির্মাতা-অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন রাশমিকা মান্দানা। বাগদানের পরও ভেঙে যায় রাশমিকার এই বিয়ে। কিন্তু এই বিয়ে কেন ভেঙেছিল, তা নিয়ে নানা কথা রয়েছে। তবে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের দাবি—বিজয়ের কারণে ভেঙে গিয়েছিল রাশমিকার এই বিয়ে।

বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। এ জুটির পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়ায়। ফলে এ দুজনের সম্পর্ক বহুল চর্চিত।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী।

এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

বিজয়-রাশমিকাকে ফের একই সিনেমায় দেখা যাবে। ‘রানাবালি’ শিরোনামে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তারা। কয়েক দিন আগে একটি প্রোমো প্রকাশের মাধ্যমে এ সিনেমার ঘোষণা দেন নির্মাতারা। পিরিয়ড ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন রাহুল সঙ্কৃত্যায়ন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

কামরাঙ্গীরচর থানা ৭ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী হামিদুর রহমানের নির্বাচনী প্রচারণা

Next Post

বিএনপিই দেশে শান্তি ফিরিয়ে আনতে পারে : মির্জা ফখরুল

Next Post
বিএনপিই দেশে শান্তি ফিরিয়ে আনতে পারে : মির্জা ফখরুল

বিএনপিই দেশে শান্তি ফিরিয়ে আনতে পারে : মির্জা ফখরুল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.