মঞ্জুর: জাতীয় প্রেসক্লাবের সামনে ১৮/০২/২০২৪ রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজের রেজিষ্ট্রেশন ছাড়া ভূয়া বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষা বর্ষের ভর্তি কার্যক্রম সম্পাদন করেছে। এই বেআইনি কার্যক্রমের প্রতিবাদে মনিরুজ্জামান স্বাধীনের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল ছাকিব, মেহেদি হাসান মুন্না (সভাপতি), মোঃ ইসতিয়াকুল হাসান (সহ-সভাপতি), মোঃ নাইমুল ইসলাম (সাধারণ সম্পাদক), মোঃ মোকলেছুর প্রমুখ। মানববন্ধনে সভাপতি বলেন, প্রতারক মনিরুজ্জামান স্বাধীনসহ তার সহযোগী দালালদের বিচার চাই । শিক্ষার্থীদের মাইগ্রেশনের মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ চাই। শাহ্ মখদুম মেডিকেল কলেজ, রাজশাহী নগরীর খড়-খড়ী বাইপাস এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠান যা প্রতিষ্ঠাকাল থেকে মানুষের সাথে প্রতারনার মাধ্যমে আর্থিক, শারীরিক এবং সার্বিক সকল দিয়ে বিপর্যস্ত করে আসছে। এই মেডিকেল এ চিকিৎসা নিয়ে সাধারণ মানুষ যেমন ভুল চিকিৎসায় প্রতারিত হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে ঠিক তেমনি ভুয়া বিজ্ঞাপনে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের জীবন হয়ে পড়ছে অনিশ্চিত। প্রতারনার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ মনিরুজ্জামান স্বাধীন লক্ষ লক্ষ টাকা প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এতে যেমন করে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে ঠিক একই ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের চিকিৎসা বিভাগ। তাদের দাবী সমূহ: ক. শিক্ষার্থীদের মাইগ্রেশনের মাধ্যমে সু-নিশ্চিত ভবিষ্যৎ চাই । খ. প্রতারক স্বাধীন ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।