রুপসীবাংলা ৭১ঃ আনন্দপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মোড়ক উন্মোচন করা হলো ‘নক্ষত্রের নাম নোরা শরীফ’ গ্রন্থের। অমর একুশে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে শিল্প মন্ত্রী নূরুল মজিদ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন। উন্মোচন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন- নোরা শরীফের সঙ্গে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আগরতলা ষড়যন্ত্র মামলার সময় বঙ্গবন্ধুর পক্ষে আইনি লড়াই করার জন্য তিনি স্যার উইলিয়াম টমাসকে পাঠানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এমনকি বঙ্গবন্ধু হত্যার পর বিচারের জন্য যুক্তরাজ্যে সক্রিয় ভূমিকা পালন করেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলা প্রাঙ্গণে সারওয়ার কবির ও শাহ শামীম সম্পাদিত ‘নক্ষত্রের নাম নোরা শরীফ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নোরা শরীফের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি সিলেটে আসলে আমাদের বাসায় থাকতেন। কাঁটাযুক্ত মাছ খেতে ভালোবাসতেন। এই নোরা শরীফের জন্মদিন আমরা বাংলাদেশে পালন করেছিলাম। যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন। জাতি যতদিন থাকবে ততদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে নোরা শরীফের অবদান। কারণ তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী মো. নুরুল মজিদ বলেন, ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এই সোহরাওয়ার্দী উদ্যান ৭ই মার্চ থেকে শুরু করে অনেক আন্দোলন সংগ্রামের পঠভূমি। নোরা শরীফ বিদেশি হলেও আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছিলেন তিনি। মুক্তিযুদ্ধের জনগত গঠনে সক্রিয়ভাবে কাজ করেছেন। মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্র গঠনে তিনি অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের সঙ্গে ভাবে সম্পর্কিত ছিলেন। তার অবদান চিরকাল জাতি হিসেবে মনে রাখবে।
বইয়ের সম্পাদক সারওয়ার কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভুইয়া জিন্না, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান খান।