রুপসীবাংলা ৭১ প্রতিবেদক : মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তুল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ ইমান আলী ওরফে ইমান ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১৬ আগস্ট) মধ্যরাতে উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
২৭ ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন অভিযান পরিচালনা করে ৭.৬২ মিঃমিঃ পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করেন।
ইমান আলী ওরফে ইমান ডাকাত (৫৯) মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনয়নের মৃত আমির শেখের ছেলে।
রাতেই আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনি কার্যক্রমের জন্য গাংনী র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
রুপসীবাংলা ৭১/এআর