রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ঢাকার রামপুরায় বিটিভি ভবনের উল্টাপাশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ নভেম্বর) রাত ১০ টার দিকে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্লাইওভারের নিচে পার্কিং করা বাসটিতে আগুন দেয় দু্র্বৃত্তরা। এ সময় কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বাসটি ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, “খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর আগুনের কারণ নিশ্চিত হওয়া যাবে।”
রুপসীবাংলা৭১/এআর

