রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : রাজৈরে আদালতে নেওয়ার সময় পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি অনিমেষ গাইনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টার মধ্যে সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ইনসপেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলায় অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার পাটকেলবাড়ী গনির ভায়রার বাড়ি থেকে অনিমেষকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, উপজেলার কদমবাড়ী মধ্যপাড়ার ক্ষিতিশ চন্দ্র গাইনের ছেলে অনিমেষসহ মোট চারজনকে গত রোববার (১০ আগস্ট) রাতে বিভিন্ন অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সোমবার দুপুর ১টার দিকে মাদারীপুর আদালতে পাঠানোর জন্য গাড়িতে তোলা হচ্ছিল। এমন সময় অনিমেষ এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে হ্যান্ডকাফের ভেতর থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় আহসান হাবিব ও সাদ্দাম হোসেন নামে রাজৈর থানার দুই কনস্টেবলকে পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে।
পালিয়ে যাওয়া আসামিকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত ছিল। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে পালিয়ে যাওয়া আসামিকে গতকাল সোমবার রাত ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেলবাড়ী গনির ভায়রার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজৈর থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, পুলিশের অব্যাহত চেষ্টায় পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই গনিকে গ্রেপ্তার করা হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর