বিশেষ প্রতিনিধি :মোঃ ফিরোজ হোসেনঃ ঘটনার বিবরণে জানা যায়, ২ ডিসেম্বর রাত আনুমানিক ৩ টা ৪৫ মিনিট,পূর্ব ইসলামনগর ১ নং হারিকেন ফ্যাক্টরি গলি শাহাদাত হোসেন ওরফে রকি (২৭) যুবককে কে বা কাহারা নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুমূর্ষ অবস্থায় রোগীকে ঢাকা মেডিকেলে কলেজে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে-পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে। কামরাঙ্গীরচর থানার ওসি তদন্ত লুৎফর রহমান জানান এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি বর্তমানে তারা থানা হেফাজতে আছেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করার পর বিস্তারিত জানা যাব।

