রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : আপনি কি জানেন, প্রাণীরাও নিজেরাই অপটিক্যাল ইলিউশন তৈরি করতে পারে? প্রকৃতিতে এই কৌশল প্রাণীরাই আগে ব্যবহার করেছে।
অনেক প্রাণী শিকারি থেকে বাঁচতে বা শিকার ধরতে নিজেদের চারপাশের সাথে মিশে যাওয়ার জন্য ক্যামোফ্লাজ ব্যবহার করে। যেমন—বরফের মধ্যে আর্কটিক শেয়াল বা জঙ্গলে বাঘের ডোরা কাটা দাগ। তবে প্রকৃতির কিছু ‘গোপন থাকার ওস্তাদ’ আছে, যেমন—কাটলফিশ, যারা কয়েক সেকেন্ডের মধ্যে নিজের চামড়ার রং ও নকশা বদলে ফেলতে পারে।
আসলে কাটলফিশ, রং বদলানোর ক্ষেত্রে, গিরগিটির চেয়েও বেশি দক্ষ।
আপনি কি বলতে পারবেন? এই ছবি থেকে আপনি কতগুলো প্রাণী খুঁজে বের করতে পারেন? আপনার ধারণার চেয়ে অনেক বেশি প্রাণী আছে!
প্রথমে বড় ও চোখে পড়া প্রাণীগুলো দেখুন, তারপর সময় নিয়ে ছোট আর সূক্ষ্ম আকারগুলো খুঁজুন। অনেক সময় কল্পনাশক্তি ব্যবহার করলেই এমন কিছু প্রাণীর আকার চোখে পড়বে, যা প্রথমে দেখা যায়নি।
কী খুঁজে পেয়েছেন? আসলে, ছবিটিতে মোট ১২টি প্রাণী আছে—
বাইসন (বাইসন)
বিয়ার (ভালুক)
এল্ক (বড় হরিণ)
উলফ (নেকড়ে)
লিজার্ড (টিকটিকি)
ব্যাট (বাদুড়)
ফিশ (মাছ)
স্কুইরেল (কাঠবিড়ালি)
ববক্যাট (উত্তর আমেরিকার বন্য বিড়াল)
র্যাবিট (খরগোশ)
বার্ড (পাখি)
বিভার (নদী-ভোঁদড়)
কী বিশ্বাস হচ্ছে না? দেখুন এখানে
রুপসীবাংলা৭১/এআর