রুপসীবাংলা৭১ সংখ্যালঘু ডেস্ক : রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলায় উস্কানির অভিযোগে হাবিবুর রহমান সেলিম (৪৫) নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিনিধি। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে গঙ্গাচড়া মডেল থানায় সোপর্দ করা হয় এবং হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আল এমরান বলেন, ‘হিন্দুপল্লিতে হামলার সময় অভিযুক্ত সাংবাদিক উপস্থিত ছিলেন এবং হামলাকারীদের সরাসরি উসকানি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অডিও-ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে দেখা গেছে, সাংবাদিক পরিচয়ে তিনি সেখানে গিয়ে সেনাবাহিনীর উপস্থিতিতেই হামলাকারীদের উসকে দিয়েছেন।’
ওসি জানান, রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, এ ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর