নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় শহীদ মিনারে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৩ আগস্ট ২০২৫ সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ২৪ দফা সংবলিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ঘোষণা করেন। ঘোষিত ইশতেহারে বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য ১২নং দফা ধর্ম সম্প্রদায় ও জাতিসত্ত্বার মর্যাদা।
প্রকাশিত ইশতেহারে ১২ নং দফায়-ঐতিহাসিকভাবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হওয়া সত্ত্বেও মানুষের ধর্ম পরিচয় ও আচরণকে রাজনৈতিক বিবেচনায় নির্যাতনের উপলক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে।আমরা সকল ধর্ম,সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর ধমীয়,নৃতাত্বিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে একটি বহু ভাষা,বহু সংস্কৃতিক,বহু জাতিভিত্তিক অন্তভূক্তি মূলক বাংলাদেশ গড়ব। আমরা ধমীয় মূল্যবোধ এবং ঐতিহ্যের শ্রদ্ধাশীল। ইসলামবিদ্বেষী,সাম্প্রদায়িতকা এবং জাতি পরিচয়ের কারণে যেকোন প্রকার বৈষম্যমূলক আচরণ,নির্যাতন ও নিপীড়নকে আমরা শক্ত হাতে প্রতিহত করবো। এসব ঘটনা মোকাবেলায় আমরা স্বাধীন তদন্তের এখতিয়ার সম্পন্ন মানবাধিকার কমিশনের একটি বিশেষ সেল গঠন করবো। আমরা হিন্দু সম্প্রদায়ের বেদখলকৃত জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহন করবো।
দলিত-হরিজন-তফিসিল সম্প্রদায় সহ সমাজের পিছিয়ে পড়া অংশের বিকাশে শিক্ষা,স্বাস্থ্য,কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা আমরা বিশেষ অগ্রাধিকার প্রদান করবো। আমরা সকল জাতিসত্ত্বার ভাষা,ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের জন্য সাংস্কৃতিক কেন্দ্র গুলোকে কার্যকর করবো এবং বিদ্যালয়ের নিজ নিজ মাতৃভাষায় শিক্ষার সুযোগ অবারিত করবো। বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতির বিকাশ ও জাতীয় উৎসবগুলোকে সকল সাংস্কৃতির মেলবন্ধনে পরিণত করতে আমাদের থাকবে সুস্পষ্ট কর্মপরিকল্পনা। আমরা স্ব-স্ব জাতিগোষ্ঠীর অখন্ডতা রক্ষা করবো।