রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : দর্শকের পছন্দের শীর্ষ থাকা নেটফ্লিক্সের সব সিরিজ ডাউনলোড করতে দিলেন। চোখের পলক না পড়তেই ডাউনলোড শেষ। নেটফ্লিক্সে কোনো সিরিজ খুঁজতে যতটা সময় লাগে, তার চেয়েও কম সময়ে ডাউনলোড হয়ে যাচ্ছে। এমন নেট কানেকশন থেকে কয়েক হাজার জন একসঙ্গে দেখছে হাই কোয়ালিটি ভিডিও (৮কে); ডাউনলোড হচ্ছে বাফারিং ছাড়াই। বিশ্বকে চমকে দিয়ে এমন অসম্ভবকে সম্ভব করেছে জাপান।
জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তৈরি করেছে সুপার হাই স্পিড ইন্টারনেট, যার গতি প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিটস (পিবিপিএস), যা যুক্তরাষ্ট্রের গড় ইন্টারনেট গতির তুলনায় ৩৫ লাখ গুণ বেশি। ইন্টারনেটে গতির এ যেন নতুন বিশ্বরেকর্ড।
১ পেটাবিটসের অর্থ এক লাখ ২৫ হাজার গিগাবাইট পার সেকেন্ড, অর্থাৎ এমন গতির ইন্টারনেট থাকলে যে কোনো বড় আকারের ফাইল মুহূর্তেই ডাউনলোড হয়ে যাবে। দ্রুতগতির ইন্টারনেটের মাধ্যমে নেটফ্লিক্সের পুরো লাইব্রেরি সেকেন্ডের মধ্যে ডাউনলোড করে ফেলা সম্ভব। ওয়ারজোনের মতো ভারী ভিডিও গেম ডাউনলোড হয়ে যাবে সেকেন্ডে। তাত্ত্বিকভাবে এমন গতির ইন্টারনেট থাকলে ছয় কোটি গান ডাউনলোড হয়ে যাবে সেকেন্ডের ভেতরে। জাপানের গবেষকরা ১৯ কোর কেবলের মাধ্যমে বহুল আলোচিত হাই স্পিড ইন্টারনেট তৈরি করতে পেরেছেন। অপটিক্যাল ফাইবার পাথ কেবলের বদলে ১৯টি ভিন্ন ফাইবার পাথের মাধ্যমে তৈরি করা বিশেষ কেবল। দেশটির বিজ্ঞানীরা একে তুলনা করেছেন ১৯ লেনের হাইওয়ের সঙ্গে, যার মাধ্যমে ইন্টারনেট গতির বিশ্বরেকর্ড গড়েছে জাপান।
তথ্যপ্রযুক্তির উন্নতি যতটা এগিয়েছে, হাই স্পিড ইন্টারনেটের চাহিদা ঠিক তেমন হারে বেড়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ইন্টারনেট গতির চাহিদা শুধুই বাড়ছে। তাতে নতুন মাত্রা জুড়ে দিল জাপান।
বিশেষজ্ঞরা বলছেন, যে প্রযুক্তির ব্যবহারে এমন গতি দৃশ্যমান হয়েছে, তাতে ভবিষ্যতে ইন্টারনেট গতিতে বিপ্লব সূচিত হবে। কারণ, এ গতির ইন্টারনেট পেতে নতুন পরিকাঠামো তৈরির প্রয়োজন হবে। এখন ঠিক যে ধরনের অপটিক্যাল ফাইবারনির্ভর ইন্টারনেট ব্যবস্থা প্রচলিত রয়েছে, তার কয়েক ধাপে মানোন্নয়ন করেই এমন পরিষেবার বাস্তব দৃশ্যায়ন সামনে এলো।
রুপসীবাংলা৭১/এআর