রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : সারাবিশ্বে এআই প্রযুক্তির কল্যাণে রোবটের হাত এখন সব কাজেই দক্ষতা পরিদর্শন করছে। সফটওয়্যার ও হার্ডওয়্যারের পারফরম্যান্স পরীক্ষার সঙ্গে প্রোগ্রাম ডেভেলপমেন্টের জন্য প্রযুক্তি নির্মাতারা চালু করেছে ইন্টেলিজেন্ট রোবটিকস আর্মস। সব ধরনের কাজ সম্পাদনের জন্যই এমন রোবট ডিজাইন করা। যেসব কাজ মানুষের চেয়ে রোবট আরও নির্ভুল ও ধারাবাহিকভাবে করতে সক্ষম।
আউটপুট বৃদ্ধির মাধ্যমে এসব রোবট দিনে-রাতে ২৪ ঘণ্টা, সপ্তাহে টানা সাত দিন অবিরাম কাজ করতে পারে। ভ্যাকুয়াম ক্লিনারের কাজ থেকে শুরু করে রেস্টুরেন্টে স্মার্ট রোবটের ফুড ডেলিভারি, ইন্টেলিজেন্ট রোবটিকসের ব্যবহার ক্রমে বাড়ছে।
শুধু কফি পরিবেশনের মধ্যেই যার কাজ এখন সীমাবদ্ধ নয়; অভিনব প্রযুক্তির এসব মেশিন ইতোমধ্যে ম্যানুফ্যাকচারিং ছাড়াও গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) বৈপ্লবিক পরিবর্তন সূচিত করেছে। অভিনব উন্নয়ন প্রক্রিয়ায় অনেক স্মার্টফোন ক্যামেরার কয়েকশ পরীক্ষা সম্পাদন করতে পারে। চীনের ডংগুয়ানের ইন্টেলিজেন্ট ইমেজিং ল্যাবে অপো ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি পরীক্ষার জন্য বহুমাত্রিক দৃশ্যের রেপ্লিকা তৈরি করা হয়। সাধারণ কিছু ইউজার সিনারিও রাখা হয়েছে। যেমন– রেস্টুরেন্ট, কফিশপ, কারাওকে রুম ও শপিংমল।
পরীক্ষা করার জন্য কয়েকটি ব্র্যান্ড নিজেদের সব রোবটকে মুক্ত করে দেয়; যেন তারা ঘুরে ঘুরে নিজেদের মতো করে ছবি তুলতে পারে। উল্লিখিত কাজে সুদক্ষ প্রকৌশলীকে এসব পরীক্ষা সম্পাদনা করতে সারাদিন সময় ব্যয় করতে হতো; সেখানে স্বয়ংক্রিয় রোবট মাত্র কয়েক ঘণ্টায় সমপরিমাণ কাজ করে দেয়।
স্বাস্থ্য পরিষেবায় সারাবিশ্বে স্মার্টঘড়ির চাহিদা বেড়েছে। মানব শরীরের কার্ডিওভাস্কুলার অ্যাসেসমেন্ট অ্যালগরিদম ব্যবহার করে বিশেষ কয়েকটি স্মার্টওয়াচ রক্তনালির স্থিতিস্থাপকতা শনাক্ত করতে সক্ষম। অন্যদিকে, দৌড়ানোর সময় রানারের ডান ও বাঁ পায়ের নিচের ভারসাম্য, স্টেপ ফ্রিকোয়েন্সি, স্ট্রাইড লেন্থ ও অতীব জরুরি ম্যাট্রিক্স শনাক্ত করতে কাজ করে স্মার্টওয়াচ।
দুই দশক ধরে কয়েকটি প্রযুক্তি ব্র্যান্ড নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে অবিরাম কাজ করছে। ভবিষ্যতে স্মার্ট লাইফ অভিজ্ঞতা পেতে উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি উন্নয়ন এবং সারাবিশ্বের গ্রাহকের ক্ষমতায়নে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা বলছে শীর্ষস্থানীয় সবকটি প্রযুক্তি নির্মাতা।
রুপসীবাংলা৭১/এআর