রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে বৃহস্পতিবার ইয়ামাল, ফেরান তোরেসের জাদুতে এশিয়া সফরে দক্ষিণ কোরিয়ার দল এফসি সিউলের বিপক্ষে ৭-৩ গোলের বিশাল জয় পেয়েছে বার্সেলোনা।
কাতালান ক্লাবটির আইকনিক ১০ নম্বর জার্সির মালিক এখন লামিনে ইয়ামাল। প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে লিওনেল মেসির গায়ে চড়ে বিখ্যাত হয়ে ওঠা ওই জার্সি পরে জোড়া গোল করেছেন বার্সার বিস্ময় বালক ইয়ামাল। যার একটি আবার মেসির মতো করেই জালে পাঠানো দৃষ্টিনন্দন গোল।
প্রথমার্ধে বার্সার বিপক্ষে স্বাগতিক দল সিউল বেশ লড়াই করেছিল। ৩-২ ব্যবধানে প্রথম ৪৫ মিনিট শেষ করেছিল সিউল এফসি। ম্যাচের ৮ মিনিটে বার্সার ৩৬ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার রর্বাট লেভানডভস্কি প্রথম গোল করেন। ১৪ মিনিটে ইয়ামাল বার্সাকে ২-০ গোলে এগিয়ে নেন।
পরেই সমতায় ফেরে সিউল। ২৬ মিনিটে ইয়াং উক এক গোল শোধ করেন। যোগ করা সময়ের প্রথম ম্যাচে জাজান আল আরাব বার্সার জালে দ্বিতীয় গোল দিয়ে ২-২ ব্যবধান করে ফেলেন। পরেই ইয়ামাল জালে বল পাঠিয়ে ৩-২ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করান।
এরপর দাপট দেখান ফেরান তোরেস ও পাবলো গাভি। ৫৫ মিনিটে ডিফেন্ডার আন্দ্রিয়েস ক্রিস্টেনসেন বার্সাকে ৪-২ গোলে এগিয়ে নেন। বার্সার হয়ে পঞ্চম গোলটি করেন তোরেস। ৭৪ মিনিটে তার গোলের পর ৭৬ মিনিটে গোল আসে গাভির পা থেকে। এরপর ৮৫ মিনিটে আরেকটি গোল শোধ করে সিউল। ব্যবধান তখন ৬-৩। ৮৮ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন তোরেস। এই ম্যাচে ধারে বার্সায় আসা রাশফোর্ড মাঠে নেমে এক গোলে সহায়তা দিয়েছেন।
রুপসীবাংলা৭১/এআর