রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : ২০২৪ সালে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সেন্টারে মোট ৬৫,৮২,৯৯৩ জন মুসল্লি ও দর্শনার্থী আগমন করেছেন, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। এই বিশাল সংখ্যার মধ্যে ছিলেন ২২,৫৯,২৭৫ জন মুসল্ল্লি ও রোজাদার এবং ৪২,৬২,৭৮১ জন পর্যটক। এ ছাড়া ৬০,৯৩৭ জন দর্শনার্থী মসজিদের জগিং ট্র্যাক ব্যবহার করেছেন। মোট মুসল্লির মধ্যে ২,৮১,৯৪১ জন শুক্রবারের জুমার জামাতে অংশ নেন; ৭,০৯,৮৭৫ জন প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজে অংশগ্রহণ করেন আর ৬,১৭,৪৫৮ জন রমজান ও ঈদের জামাতে অংশ নেন।
১৪৪৫ হিজরির ২৭তম রাতে মসজিদে ৮৭,১৮৬ জন মুসল্লির উপস্থিতি রেকর্ড করা হয়, যার মধ্যে ৭০,৬৮০ জন ছিলেন নামাজ আদায়কারী। এটি মসজিদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মুসল্লির উপস্থিতি হিসেবে চিহ্নিত হয়েছে।
শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সেন্টার ২০২৪ সালে ২১,৫০,০০০টি ইফতার খাবার প্রস্তুত করেছে। এর মধ্যে ৬,৫০,০০১টি খাবার মসজিদ প্রাঙ্গণে রোজাদারদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং আবুধাবিজুড়ে শ্রমিকদের আবাসনে পৌঁছে দেওয়া হয়েছে ১৫ লাখ খাবার।
পাশাপাশি রমজানের শেষ ১০ রাতে প্রায় ৩০ হাজার সাহরির খাবার সরবরাহ করা হয়। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালে তাদের দর্শনার্থীদের ৮১ শতাংশ আন্তর্জাতিক পর্যটক, আর ১৯ শতাংশ ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা। আন্তর্জাতিক পর্যটকদের উৎসর দিক থেকে এশিয়া শীর্ষে (৫২ শতাংশ), এরপর আছে ইউরোপ ৩৩ শতাংশ, উত্তর আমেরিকা ৮ শতাংশ, আফ্রিকা ৩ শতাংশ, দক্ষিণ আমেরিকা ৩ শতাংশ, অস্ট্রেলিয়া ১ শতাংশ।
২০২৪ সালে মসজিদটি ভিজিট করেছেন ৩০৯টি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।
এদের মধ্যে উল্লেখযোগ্য আটজন রাষ্ট্রপ্রধান, একজন উপরাষ্ট্রপতি, তিনজন রাজ্যপাল, চারজন শেখ ও রাজপুত্র, ৯ জন প্রধানমন্ত্রী, সাতজন উপপ্রধানমন্ত্রী, ১১ জন জাতীয় সংসদের স্পিকার, ৬৩ জন মন্ত্রী, ১৮ জন উপমন্ত্রী, ৪৯ জন রাষ্ট্রদূত ও কনসাল, ১০ জন উপরাষ্ট্রদূত ও কনসাল। এ ছাড়া মসজিদে পরিদর্শনে আসে পাঁচটি আন্তর্ধর্মীয় প্রতিনিধিদল, ৬২টি সামরিক প্রতিনিধিদল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ৫৪টি সরকারি প্রতিনিধিদল।
২০২৪ সালে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সেন্টার ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমের ধারাবাহিকতায় মোট ১১৫টি পর্ব সমন্বিত ভিডিও সিরিজ প্রকাশ করেছে, যা বিশ্বব্যাপী দর্শকদের মধ্যে ইসলামী জ্ঞান ও ঐতিহ্য ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রুপসীবাংলা৭১/এআর