নিজস্ব প্রতিনিধিঃ আজ বিকাল ৪ ঘটিকায় জুলাই ফোর্সের উদ্যোগে শাহবাগ জাদুঘরের সামনে সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে জুলাই ফোর্সের আহ্বায়ক মোশাররফ হোসেন বলেন জুলাই ঘোষণাপত্র ছাড়া নির্বাচন হলে বিপ্লবীদের ফাঁসিরকাষ্টে ঝুলতে হবে। তিনি বলেন এখনই বিপ্লবীদের মমবাজ হিসাবে পরিচয় করানো হয়।অতিদ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি আরো বলেন দেশে আইনশৃঙ্খলা অবস্থা অত্যান্ত নাজুক।সোহাগ হত্যা জাতির বিবেক নাড়া দিয়েছে। এই সরকারের উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এভাবে রাষ্ট্র চলতে পারে না।
উক্ত সমাবেশে জুলাই ফোর্সের সদস্য সচিব এম আবু বকর শেখ বলেন জুলাই বিপ্লবকে বিকৃতকারী উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। এবং দ্রুত জুলাই সনদ প্রনয়ণ করে জুলাই যোদ্ধাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন গত ১৬ বছরে আওয়ামী লীগ কর্তৃক সকল অপকর্মের বিচার নিশ্চিত করতে হবে।
শাওন রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুন্ম আহ্বায়ক -আমির জিহাদী,লামিয়া ইসলাম,কবি শাম্য শাহ,নাহিদুল ইসলাম, মূখ্য সংগঠক – খান মুহাম্মদ সাকিব,মুজাহিদ,রোমান,আজিজুল্লাহ ফাহিমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ