নিজস্ব প্রতিনিধিঃ শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২৫ উপলক্ষ্যে ইস্কন স্বামীবাগ আশ্রমে ৯ দিনব্যপি উৎসব শুরু ২৭ জুন শুক্রবার, ২০২৫ইং তারিখে।
জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২৫ উপলক্ষ্যে বুধবার স্বামীবাগ আশ্রমে সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন শ্রী চারু চন্দ্র দাস ব্র্রহ্মচারী, সাধারণ সম্পাদক, ইস্কন বাংলাদেশ, শ্রী জ্যোতিশ্বর গৌর দাস ব্রহ্মচারী, কোষাধ্যক্ষ, শ্রী বিমলা প্রসাদ দাস, সদস্য, শ্রী হৃষিকেশ গৌরাঙ্গ দাস, সদস্য, শ্রী নন্দন আচার্য দাস, সদস্য, শ্রী শুভ নিতাই দাস, অধ্যক্ষ, ইস্কন উত্তরা, ঢাকা ।

সংবাদ সম্মেলনে রথযাত্রা উৎসবের পথনির্দেশ, শৃঙ্খলা ও রথের ধর্মীয় ঐতিহ্য ভাবগাম্ভীর্য্য বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রী চারু চন্দ্র দাস ব্র্রহ্মচারী, সাধারণ সম্পাদক, ইস্কন বাংলাদেশ। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার পথনির্দেশনা দেন।
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ২৭ জুন ২০২৫ খ্রি. শুক্রবার প্রথম দিন রথযাত্রা শুরু হবে বিকাল ৩:০০ ঘটিকায়। রথ ইস্কন স্বামীবাগ আশ্রম হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকারম মসজিদের উত্তর পার্শ্ব, পল্টন মোড়, প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী মন্দির গিয়ে পৌঁছাবে এবং একই পথে বিপরীত পথে ৫ জুন শনিবার একই সময়ে উল্টো রথযাত্রার দিন স্বামীবাগ মন্দিরে রথ নিয়ে আসবেন।

জগন্নাথদেবের রথযাত্রা হচ্ছে স¤প্রীতি, ভক্তি ও আনন্দময় হরিনাম সংকীর্তনের মহামিলন ক্ষেত্র। রথযাত্রায় সকল ভক্তবৃন্দকে ইস্কনের পক্ষ থেকে এই মহোৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।