নিজস্ব প্রতিনিধিঃ সীতাকুণ্ডে শিবচতুর্দশী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর সভাপতি সজীব কুন্ডু তপুর বার্তা- বর্তমান পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে এবং
জাতপাতের ঊর্ধ্বে উঠে সকল সনাতনী সম্প্রদায়কে একত্রিত হওয়ার আহ্বান জানালেন ।
সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল সেবা, ফল ও জল সেবা প্রদান।
শিবচতুর্দশী তিথি উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে দুই দিনের তীর্থযাত্রা শুরু হয় বুধবার ও সমাপ্ত হয় বৃহস্পতিবার। একই সঙ্গে তীর্থযাত্রা উপলক্ষ্যে শুরু হয়েছে ১৫ দিনের মেলা। দোলপূর্ণিমার মধ্য দিয়ে এ মেলা সমাপ্তি হবে।
২৬ ফেব্রুয়ারি এ তীর্থের মূল তিথি শিব চতুর্দশী এ দিনেই তীর্থযাত্রীরা শিবরাত্রির ব্রত রেখে মূল তীর্থ করেন। পরদিন অমাবস্যা তিথিতে মৃত পূর্বপুরুষের জন্য তর্পন নিবেদন করেন। এবার ধারনা করা হচ্ছে অন্তত ১০ লাখধিক ভক্তের সমাগম হয়েছে।
সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থধাম চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশীর উপলক্ষ্যে আগত ভক্তবৃন্দদের মাঝে প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর উদ্যোগে দূর দূরান্ত থেকে আগত পূণ্যার্থীদের শৃঙ্খলার দায়িত্ব পালন, বিনামূল্যে মেডিকেল সেবাসহ ফল ও জল বিতরণ করেছেন।
চন্দ্রনাথ ধামে দূর দূরান্ত থেকে আগত পূর্ণাথীদের সেবা প্রদানে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর সভাপতি- সজীব কুন্ডু তপু, সাধারণ সম্পাদক- নিলয় পাল আদর, সাংগঠনিক সম্পাদক- উৎপল ভৌমিক অর্থ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- টিম্পল পাল, কার্যনির্বাহীর অন্যতম সদস্য শুভজিৎ চক্রবর্তী,
চট্টগ্রাম জেলা হিন্দু ছাত্র মহাজোট এর আহ্বায়ক- কৃষ্ণ পাল, সীতাকুণ্ড উপজেলার সভাপতি- জয় শমা, সাধারণ সম্পাদক- তন্ময় দাস, সাংগঠনিক সম্পাদক-অমিত মল্লিক, দূর্জয় পাল, প্রচার সম্পাদক- বিজয় পাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- বীর সৈনিক নাথ, ধর্ম বিষয়ক সম্পাদক- একান্ত পাল, দপ্তর সম্পাদক- লিখন শর্মা, মিরসরাই উপজেলা হিন্দু ছাত্র মহাজোট এর যুগ্ম সাধারণ সম্পাদক-প্রান্ত দাস,
মিরসরাই সরকারি কলেজ শাখার আহবায়ক-দিপ্ত দাস, সদস্য সচিব- বাঁধন আচার্য সহ বিভিন্ন জেলা ও উপজেলার কার্যকর্তাগণ।