নিজস্ব প্রতিনিধিঃ সারাদেশে আওয়ামী সরকারের পতন হলেও কোন কোন জায়গায় এখনও বহাল তবিয়েতে তারা ত্রাসের রাজত্ব চালুয়ে যাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে বটতৈল ইউনিয়নে খাজানগর গ্রাম। দের নিজস্ব আত্মীয়তার প্রশ্রয়ের কারণে। কথিত আওয়ামী লীগ পরিবারের বাক্কার সিরাজ আমিরুল মৃত আফাজ উদ্দিন এর ছেলে। ওরা আওয়ামী লীগ পরিবার। একসময়ের প্রভাবশালী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারুকের একান্ত আস্থাভাজন লোক ছিল । আওয়ামী লীগের সময়ও আব্দুস সালাম নাটোর নামে ড্রাইভারকে জেল খাটায়। এখন আবার সিরাজেরই বড় ভাই আবুবাক্কার। একটি মিথ্যা বানোয়াট। চাঁদাবাজি মামলা সাজিয়ে। বিএনপি’র কিছু লোকের সিমটিতে আদায় করে তৃণমূল বিএনপি’র কর্মীদেরকে মাইরধর করায়। এবং জানা যায় এর পিছনে হাজী ওমর ফারুকেরই হাত রয়ে গেছে। বা তার পরিবার সংশ্লিষ্ট আত্মীয়তার কারণে। ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকে আগ্রহী শান্ত প্রধানের খালু ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি। এবং শান্ত প্রধানের চাচা বিয়ে করেছেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী ওমর ফারুকের বোনকে। কিছুদিন আগে হাজী ওমর ফারুকের ভাই। মেয়েলি ব্যাপারে একটি জায়গায় গ্যাঞ্জাম করে। মূলত এই মারপিট এবং এই ছেলেরা হাসপাতালে ভর্তি ওই গ্যাঞ্জামের এই মূল কারণ।