নিজস্ব প্রতিনিধিঃনবম পে-স্কেল এর গ্যাজেট প্রকাশের দাবীতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৮-০১-২০২৬ বৃহস্পতিবার বিকাল ৩ টায় ১৫ আবদুল গণি রোড, ঢাকা সংগঠনের কার্যালয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব বদরুল আলম সবুজ। সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নোমানুজ্জামান আল আজাদ।
লিখিত বক্তব্যে জানান- আপনারা অবহিত আছেন যে, বর্তমান অন্তবর্তী সরকার কর্তৃক গঠিত বেতন কমিশনের সুপারিশ পেশ পরবর্তী উপদেষ্টাদের বক্তব্যে তা বাস্তবায়নে অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে। যা গণকর্মচারীদের দীর্ঘ দিনের প্রত্যাশার সাথে সংগতিপূর্ণ নয়। দাবি আদায়ে আমাদের পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ঢাকাসহ সারাদেশের দপ্তর প্রতিষ্ঠানে কর্মচারীবৃন্দ মানববন্ধন, বিক্ষোভমিছিল ও কর্মচারী সমাবেশ ইত্যাদি সফলভাবে পালিত হয়েছে। এজন্য আন্দোলানর সাথে সংযুক্ত সকল নেতৃবৃন্দ ও কর্মচারীগণকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।
দ্রব্যমূল্যের সীমাহিন উর্ধ্বাগতি ও সামগ্রিক জীবন-যাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে নিম্নআয়ের কর্মচারীরা দূর্বিসহ অবস্থায় জীবন-যাপন করছেন। বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নে অনিশ্চয়তায় গণকর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে। এমতাবস্থায় কর্মচারীদের মধ্যে বিরাজিত ক্ষোভ ও হতাশা নিয়গণে বেরতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের বিকল্প নেই।
মূল দাবি হচ্ছে- অবিলম্বে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারী’সহ ১লা জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর এবং জাতীয় নির্বাচনের পূর্বেই তা বাস্তবায়ন করতে হবে।
কর্মসূচি-
আগামী ১লা ফেব্রুয়ারী ২০২৬’ রবিবার দুপুর ১২ টায় মাননীয় কেবিনেট সচিব বরাবরে স্বরপলিপি পেশ।
আমরা সরকারকে স্পষ্টভাবে জানিয়ে নতে চাই নির্বাচনের পূর্বে পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না হলে গণকর্মবিরতি সহ দাবি আদায়ে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি মোষনা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের অতিরিক্ত মহাসচিব মোঃ রোকনুজ্জামান, কামাল হোসেন সিকদার, কার্যকরী সভাপতি মোঃ সেলিম ভূইয়া, ডিপিডিসি কর্মচারী ইউনিয়ন সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষা সম্পাদক টিএম আমির হোসেন, বাংলাদেশ রেলওয়ে সরকারি কর্মচারী সমন্বয় পরিষনের সভাপতি ইমরুল কায়েস পনাশ, সাধারণ সম্পাদক সৈয়দ আজগর আলী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সমন্বয় পরিষদের কার্যকরি সভাপতি রফিকুল ইসলাম মামুন, রুপালী ব্যাংক কর্মচারী সংয এর সাধারণ সম্পাদক মোঃ সেলিম, বাংলাদেশ সরকারি কর্মচারী মহিলা পরিষদের লভানেত্রী ফাহমিদা আক্তার ইলা, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক নারগিস রহমান, বাংলাদেশ আন্ত-বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহবায়ক এ.এস.এম শাহিন, সদস্য সচিব আবু সাইদ, পেনশনার্স এসোসিয়েশন বাংলাদেশ এর আহ্বায়ক এম.এ আউয়াল, সদস্য সচিব মোঃ তোয়াহা, সহ সভাপতি মোঃ কলিম উল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্ত-বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক হাসানুজ্জামান, সদস্য সচিব ফিরোজুল ইসলাম, বাংলাদেশ বেলওয়ে হাসপাতালের আঃ মালেক, বাংলাদেশ ক্রীড়া পরিষদের মোঃ আশিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, কর্মসংস্থান ব্যাংক মোঃ নাজির উদ্দিন, গগসোগাযোগের মোঃ আলমগীর হোসেন’সহ বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচন সামেনে রেখে তাদের দাবী মেনে নিয়ে সকল কর্মচারীদের মনে পঞ্জীভুত কষ্টের অবসান ঘটিয়ে সুষ্ঠ নির্বান সম্পন্ন করার দাবী জানান।
