রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ময়মনসিংহের শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ‘আগে চেয়ারে বসা’ নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পাশাপাশি এ সময় কয়েকশ চেয়ার ও বেশকিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে শেরপুর-৩ আসন থেকে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে ‘নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে’ বাংলাদেশ জামায়াতে ইসলাম ও বিএনপি’র নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, পূর্বঘোষিত ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রার্থীদের ইশতেহার পাঠের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দু’পক্ষের সমর্থকদের মারামারি লেগেছে। ওই অনুষ্ঠানে জামায়াতের সমর্থকরা আগে থেকে গিয়ে চেয়ারে বসেছিলো। বিএনপির লোকজন যখন যায়, তখন তারা চেয়ার পায়নি। এই নিয়ে সূত্রপাত।
এতে অনেকে আহত হয়েছেন এবং আহতদের অনেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সব স্বাভাবিক আছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
রুপসীবাংলা৭১/এআর

