নিজস্ব প্রতিনিধি- বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৪ ইং)বায়রার পলাতক সভাপতি আবুল বাসার, ঢাকা উত্তর যুবলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও মহাসচিব আলী হায়দার চৌধুরী আওয়ামী লীগের শ্রম বিষয়ক সদস্য ও ফ্যাসিবাদের সক্রিয় নেতা ۔ ফ্যাসিবাদী আমলে তাদের মাধ্যমে অনৈতিক ও একচেটিয়া ভাবে গঠন করা বায়রার প্রধান নির্বাচন কমিশনার ও পলাতক ۔ তিনি আবার সমবায় ব্যাংকের ১২০০ ভরি সোনা চুরিতে অভিযুক্ত ۔ পলাতক বায়রা সভাপতি তার নেত্রী শেখ হাসিনার মতো বিদেশে বসে জুম মিটিং করে ষড়যন্ত্র করছে ۔গতকাল তিনি বায়রার নির্বাহী কমিটির মিটিং এ যুক্ত ছিলেন ۔ বায়রার বর্তমান কমিটিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সংখ্যা বেশি ۔তাদের সাথে সিন্ডিকেট এর কারণে যুক্ত হয়েছে আরোও কিছু স্বৈরাচারীরের দোসর, এখনো টিকে থাকা ফ্যাসিবাদের আমলে গঠন করা, বায়রার নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড দিয়ে যেনতেন ভাবে নিবাচন করতে চায় সভাপতি , মহাসচিব ও ফ্যাসিবাদের দোসর বায়রা নির্বাহী সদস্য কাজী মফিজুর রহমান বায়রার বর্তমান কমিটির মেয়াদ গত ৭ই সেপ্টেম্বর শেষ হয়েছে। ইতিমধ্যে দুবার সময় বৃদ্ধি করা হয়েছে। কিন্তু ফ্যাসিবাদীদের কারণে নির্বাচন করা সম্ভব হয়নি। সদস্যদের সকলেরই দাবি একটি সুন্দর, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু বর্তমান কমিটির মাধ্যমে নির্বাচন করার কোন সুষ্ঠু পরিবেশ নেই। তাই প্রশাসকের মাধ্যমে নির্বাচন হওয়া জরুরি। সদস্যদের আকাঙ্খার প্রতি সম্মান প্রদর্শন করে একটি সুষ্ঠু ও সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন।
সে কারণেই ক্ষমতায় আটকে না থেকে সদস্যদের প্রতি সম্মান রেখে দ্রুত ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বায়রার সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি নোমান চৌধুরী, সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, যুগ্ম মহাসচিব-১ মোঃ ফখরুল ইসলাম, সাবেক অর্থ সচিব মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক রেহানা পারভিন সহ ৯ জন ইতিমধ্যেই কার্যনির্বাহী কমিটি হতে পদত্যাগ করেছেন।
সকলের দাবি, অনতিবিলম্বে অন্যান্য বাণিজ্য সংগঠনের মতো বায়রাতে প্রশাসক নিয়োগ করে দ্রুত নির্বাচনের ব্যাবস্থা করতে হবে।