নিজস্ব প্রতিনিধি| যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এম. সাহাদাত হোসেন তাসলিম এর নেতৃত্বাধীন হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ হাব এর কার্যনির্বাহী কমিটির অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বিরুদ্ধে বৈষম্য বিরোধী হজ্জ এজেন্সির মালিক বৃন্দ বানিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এফবিসিসিআই প্রতিনিধি , জয়েন স্টক কোম্পানির প্রতিনিধি ও বানিজ্য মন্ত্রণালয়ের বানিজ্য সংগঠন এর মহা পরিচালক এর প্যানেলে হাব কার্যনির্বাহী কমিটির সদস্য ও অভিযোগকারীদের শুনানি হয়। শুনানীতে হাব সন্তোষজনক জবাব ও কাগজ পত্র উত্থাপনে ব্যর্থ হলে গত ১৫/১০/২০২৪ তারিখে বানিজ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে হাব এর কার্যনির্বাহী কমিটি বাতিলপূর্বক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদ উল ইসলামকে প্রশাসক নিয়োগ করে। হাবের কমিটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করে। পাটিশন নং ১২০৫৯। শুনানি শেষে ১৭/১০/২০২৪ তারিখে বিজ্ঞ আদালত মামলাটি ডিলিট করে দেয়। এরই প্রেক্ষিতে ২০/১০/২০২৪ তারিখে বানিজ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদ উল ইসলাম হাবের প্রশাসক হিসাবে দায়িত্বভার গ্রহন করেন।