নিজস্ব প্রতিনিধিঃ মানবিক মূল্যবোধ ও সামাজিক কল্যাণে নিবেদিত “মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা”র চীপ কো-অর্ডিনেটর মিলাদ মিয়া স্থানীয় জনগণের কল্যাণে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় বাধার মুখে পড়েছেন।
মিলাদ মিয়া মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে এলাকায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার সম্প্রতি বাস্তবায়িত উদ্যোগগুলো হলো:
৩৪টি সাবপারসিবল পাম্প প্রদান, যা সুবিধাবঞ্চিত মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করেছে।
১৬টি অসহায় পরিবারকে আধাপাকা টিনসেট ঘর প্রদান।
বেসরকারি স্কুলে পাকাকরন টয়লেট নির্মাণ।
মোহনগঞ্জ থানাধীন আদর্শনগর মসজিদে আইপিএস প্রদান।
পাশাপাশি, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন সভা, সেমিনার ও খেলাধুলার আয়োজন।
উক্ত কার্যক্রম ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়েছে, যা স্থানীয় জনগণকে মানবিক ও সামাজিক সচেতনতার দিকে প্রেরণা দিয়েছে। তবে, এই মানবিক কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে বিএনপির কর্মী নামধারী স্থানীয় কিছু ব্যক্তি বাধা প্রদান ও মারধরের হুমকি দিয়েছেন। ফলে মিলাদ মিয়া ভীত ও সন্ত্রস্ত হয়ে মানবিক কার্যক্রম পরিচালনায় বাধার সম্মুখীন হয়েছেন।
এ সম্পর্কে মিলাদ মিয়া বলেন, “মানবতার সেবার জন্য যে উদ্যোগ নিয়েছি, তা শুধুমাত্র সুবিধাবঞ্চিত ও দুঃস্থ মানুষের কল্যাণে। কিন্তু হুমকি ও বাধা প্রদানের কারণে কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। আমি আশা করি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে নিরাপদে সেবা প্রদানের সুযোগ দেবেন।”
সংস্থার পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলসমূহের সহযোগিতা ছাড়া মানবিক কর্মকাণ্ড বাধাহীনভাবে পরিচালনা করা সম্ভব নয়। এমন উদ্যোগের প্রতি সহমর্মিতা ও সমর্থন নিশ্চিত করা জরুরি, যাতে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের সেবা অব্যাহত রাখা যায়।

