শিবুকান্তি দাশঃ শত বছরের ঐতিহ্যবাহী পটিয়া ধনপোতা সেবাখোলার মেলা আগামী ১৪ ও ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পটিয়া পৌরসভার অদূরে খানমোহনায় শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দ্রির ঘিরে এ মেলা কয়েকশ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। হিন্দু ধর্মের অনুসারি ভক্তরা দূর দুরান্তের বিভিন্ন জেলা ,থানা এলাকা থেকে এখানে তাদের মনবাঞ্চা পূরণে সমবেত হন।
এ বছরও দু্ইদিন ব্যাপি ধর্মসভা,হরিনাম সংর্কীত্তণ,মহাভোগ ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন, রাধাগৌবিন্দ পুজা,গীতাপাঠ, প্রসাদ বিতরণ ও গ্রামীণমেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা মন্দ্রির কমিটির সভাপতি শ্রী হরিপদ দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মন্দ্রির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী বাবলা চক্রবর্তী’র উপস্থাপনায় বক্তব্য রাখেন,শ্রী তপন কুমার চৌধুরী, শ্রী দিবাকর দত্ত বাবু,শ্রী পিকলু চক্রবর্তী,শ্রী মিন্টু দাশ প্রমুখ।

সভায় সর্বস্মত ভাবে দুই দিনব্যাপী উৎসব পরিচালনা কমিটির সভাপতি শ্রী তপন কুমার চৌধুরী,সাধারণ সম্পাদক শ্রী দিবাকর দত্ত বাবু ও অর্থ সম্পাদক শ্রী পিকলু চক্রবর্তীকে নিবার্চিত করা হয়।

