নিজস্ব প্রতিবেদকঃ-
উত্তরা ব্যাংক লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন,রেজিঃ নং বি-১৯৩৬ এর বিগত ২৯ নভেম্বর ২৫ ইং বিশেষ সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নির্বাচন সাব কমিটি/২০২৫ গঠন করা হয় । দায়িত্বপ্রাপ্ত নির্বাচন সাব কমিটি-২০২৫ এর ঘোষিত নির্বাচনী তফসিল মোতাবেক সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে মোঃ আব্দুল মোতালেব, সভাপতি ও আবু জাফর মোহাম্ম সালেহ ( সানী) সাধারণ সম্পাদক হিসেবে ১৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ।
কমিটির অন্য সদস্যরা হলেন, মোঃ শরীফ হোসেন কার্যকরী সভাপতি, কাজী আব্দুল করীম সহ-সভাপতি, মোঃ মেযবাউল হক , সহ-সভাপতি, মোঃ ফরিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সোহেল আহম্মেদ ,যুগ্ম -সাধারণ সম্পাদক,মোঃ রেজাউল করিম , সহ-সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, মোঃ একরামুল হক , সাংগঠনিক সম্পাদক, মোঃ সাদ্দাম হোসাইন সহ-সাংগঠনিক সম্পাদক, শ্রী যুগল কৃষ্ণ সরকার অর্থ সম্পাদক, মোঃ আল আমিন, দপ্তর সম্পাদক, সাব্বির মাহমুদ সজীব প্রচার সম্পাদক, মোঃ ফারুক হোসাইন শেখ , কার্যকরী সদস্য, মোঃ সোহেল মিয়া , কার্যকরী সদস্য , মোঃ হুমায়ূন হাওলাদার কার্যকরী সদস্য, মোঃ জাহিদ হাসান কার্যকরী সদস্য।
উল্লেখ্য,নির্বাচন পরিচালনা সাব কমিটি/২০২৫ কর্তৃক সংগঠনের নির্বাচিত কমিটির ফলাফল মহাপরিচালক শ্রম অধিদপ্তর বরাবর পরবর্তী পদক্ষেপ গ্রহনের জন্য শ্রম আইন ২০০৬ সর্বশেষ সংশোধিত শ্রম অধ্যাদেশ (২০২৫) এর ৪২ নং আইনের ১৮৮ ধারা ও উপধারা ’১’ এর প্রতিস্থাপিত সংশোধিত বিধি অনুযায়ী প্রেরণ করা হয়েছে।

