নিজস্ব প্রতিনিধি :এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসজিএফ-এর ভারপ্রাপ্ত সভাপতি ব্রি. জে. সামছ খান, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি, পিইঞ্জ, পিএইচডি (অব:)।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক এম. এ. ওয়াহেদ ও স্বপ্না বেগম, দপ্তর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দা মাহবুবা মরিয়ম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব হোসেন, নির্বাহী সদস্য সাদেক হোসেন সানি, প্রকৌ. মো. আনোয়ার হোসেন এবং জীবন সদস্য ডা. মমতাজ খানম।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

