রুপসীবাংলা৭১ প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শামীম কায়সার লিংকনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজারে এ কর্মসূচি পালন করেন তারা।
উপজেলার দরবস্ত ও তালুককানুপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মিছিলটি রংপুর–ঢাকা মহাসড়কের কাটা খালি ব্রিজ হয়ে কোরিয়ান গেট প্রদক্ষিণ করে বালুয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ থেকে লিংকনের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, লিংকন দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন না। তিনি দীর্ঘ ১৮–১৯ বছর ঢাকা ও মালয়েশিয়ায় অবস্থান করেছেন। তার প্রতি স্থানীয় নেতাকর্মীদের আস্থার সংকট তৈরি হয়েছে। তাকে মনোনয়ন দিলে আসন হারানোর শঙ্কাও রয়েছে। বিগত দিনের আন্দোলন–সংগ্রামে লিংকনের কোন ভূমিকা ছিল না।
আন্দোলনকারীরা এই আসনে স্থানীয় নেতাকর্মীদের মতামত নিয়ে মনোনয়ন চূড়ান্ত করতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের ভাষ্য, নির্বাচনে জয়ের কথা চিন্তা করে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন দিতে হবে।
সমাবেশে বক্তব্য দেন- তালুককানুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসাইন বিদুৎ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোমিন শেখ, তালুককানুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল ও দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান দুলু।
এর আগে, গত মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌরশহরের কুঠিবাড়ি ঈদগাহ মাঠ থেকে বিএনপির হাজারো নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে রংপুর–ঢাকা মহাসড়কে গিয়ে অবস্থান নেয় ও সড়ক অবরোধ করে। এ বিষয়ে জানতে শামীম কায়সার লিংকনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
গাইবান্ধা–৪ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে শামীম কায়সার লিংকনকে। প্রার্থী পরিবর্তনের দাবিতে গত ২৪ অক্টোবর বিএনপি চেয়ারপারসন বরাবর মনোনয়ন বঞ্চিত গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদসহ ছয় নেতা একটি লিখিত আবেদন দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
রুপসীবাংলা৭১/এআর

