রুপসীবাংলা৭১ প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সারাদেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচির মধ্যেও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গণপরিবহন চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার বাসে যাত্রী সংকট প্রকট আকার ধারণ করেছে। যাত্রাবাড়ী, রায়েরবাগ, ধোলাইপাড় ও টার্মিনাল ঘুরে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এমন চিত্র দেখা গেছে।
সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোয় বাস, মিনিবাস ও প্রাইভেটকারসহ প্রায় সব ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু টার্মিনাল ও কাউন্টারগুলোতে যাত্রী নেই বললেই চলে।
ধোলাইপাড়ে বাসস্ট্যান্ডে দেখা যায়, ফরিদপুর, ভাঙ্গা ও বরিশালগামী বেশ কয়েকটি বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু যাত্রী উঠছে না। কাউন্টারগুলো খোলা থাকলেও টিকিট বিক্রি হয়নি বললেই চলে।
রুপসীবাংলা৭১/এআর

