রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ঢাকার তেজগাঁও রেল স্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগুনে কিছু সিট পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, পরিত্যক্ত ওই বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা হলো মো. মোরশেদ ও জাকির। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রুপসীবাংলা৭১/এআর

