রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : কানাডার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বিসিসিবি ওমেন-এর পক্ষে আয়োজিত হয় লাঞ্চ ইভেন্ট। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানিজা রেজা। সহযোগিতায় ছিলেন আফসানা জেরিন।
বিসিসিবি ওমেনের সুন্দর এই আয়োজনে মূল ধারার সহযোগিতায় ছিলেন কো-ফাউন্ডার রিমন মাহমুদ এবং সায়মা হাসান।
এই লাঞ্চ ইভেন্টে কানাডার সর্বমোট ৬ জন আয়োজক ছিলেন। অন্যান্য আয়োজকরা ছিলেন ইফ্ফাত হক, ইসমাত আরা মুন, নাসির সিদ্দিকা, সুবর্ণা খোন্দকার, আতিয়া আলী।
এই আয়োজনকে ভাগ করা হয় সর্বোচ্চ ১০ জন করে ছয়টি গ্রুপে। প্রতিটি গ্রুপ নিজ নিজ রেস্টুরেন্ট নির্বাচন করেন এবং আয়োজকরা ভিন্ন ভিন্ন খাবার মেনু ছাড়াও মজার খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃতির পর্ব রাখেন।
এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আসমা সুমির, শিরীন আখতারের আবৃতি এবং তাজনিন সোহানার কণ্ঠে গান। এভাবে হাসি-আনন্দ বিসিসিবি ওমেন প্ল্যাটফরমের কানাডাতে নারীদের সেতুবন্ধ তৈরি হয় একে ওপরের সাথে। অ্যাডমিন হিসেবে তানিজা রেজা সব অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ দিয়েছেন।
রুপসীবাংলা৭১/এআর

