রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা
সুরা : আনআম, আয়াত : ৬০
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে
وَ هُوَ الَّذِیۡ یَتَوَفّٰىكُمۡ بِالَّیۡلِ وَ یَعۡلَمُ مَا جَرَحۡتُمۡ بِالنَّهَارِ ثُمَّ یَبۡعَثُكُمۡ فِیۡهِ لِیُقۡضٰۤی اَجَلٌ مُّسَمًّی ۚ ثُمَّ اِلَیۡهِ مَرۡجِعُكُمۡ ثُمَّ یُنَبِّئُكُمۡ بِمَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۶۰﴾
সরল অনুবাদ
(৬০) তিনিই রাতে তোমাদের মৃত্যু ঘটান এবং দিনে তোমরা যা কামাই কর তা তিনি জানেন। তারপর দিনে তোমাদেরকে তিনি আবার জীবিত করেন, যাতে নির্ধারিত সময় পূর্ণ করা হয়। তারপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। তারপর তোমরা যা করতে সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন।
সংক্ষিপ্ত ব্যাখ্যা
সুরা আনআমের ৬০ নম্বর আয়াতটিতে বিবৃত “তিনিই রাতে তোমাদের মৃত্যু ঘটান” এখানে মৃত্যুর অর্থ ঘুম। কোরআনে ঘুমকে ক্ষুদ্র মৃত্যু বলা হয়েছে। যেমন অন্য আয়াতে এসেছে: “আল্লাহ মৃত্যুর সময় আত্মাগুলোকে কেড়ে নেন এবং যাদের মৃত্যু হয়নি তাদেরকেও ঘুমের সময়। অতঃপর তিনি যাদের মৃত্যু নির্ধারিত করেছেন তাদেরকে আটকিয়ে রাখেন এবং অন্যদের নির্দিষ্ট সময় পর্যন্ত ছেড়ে দেন।” (সুরা আয-যুমার, আয়াত : ৪২) অর্থাৎ, রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়ে, তখন তার আত্মা এক প্রকার আল্লাহর হেফাজতে থাকে। এটি প্রকৃত মৃত্যুর অনুরূপ একটি অবস্থা।
“এবং দিনে তোমরা যা কামাই কর, তা তিনি জানেন”— এখানে বলা হচ্ছে- মানুষ দিনের বেলায় তার কাজকর্ম, উপার্জন, লেনদেন, পাপ-পুণ্য—সবকিছু করে থাকে। আল্লাহ তাআলা সবই জানেন।এখানে মানুষের জীবনের কর্মব্যস্ততা এবং দুনিয়ার পরীক্ষার দিকটি বোঝানো হয়েছে।
“তারপর দিনে তোমাদেরকে তিনি আবার জীবিত করেন”— অর্থাৎ সকালে ঘুম থেকে জাগিয়ে তোলেন। রাতের মৃত্যু সদৃশ অবস্থার পর সকালে নতুন জীবন দান করেন, যাতে মানুষ আবার তার কাজ চালিয়ে যেতে পারে। এভাবে প্রতিদিন ঘুম ও জাগরণ আমাদের জন্য মৃত্যুর পর পুনরুত্থানের নিদর্শন।
“যাতে নির্ধারিত সময় পূর্ণ করা হয়”— এখানে নির্ধারিত সময় বলতে মানুষের পূর্ণ আয়ু বোঝানো হয়েছে।প্রতিদিন ঘুমানো ও জাগার মধ্য দিয়ে মানুষ ধীরে ধীরে তার নির্ধারিত জীবনকাল পূর্ণ করে। যতদিন তার জন্য নির্ধারিত আছে, ততদিন আল্লাহ তাকে ঘুম থেকে জাগাবেন; একদিন আর জাগানো হবে না— সেই দিনই প্রকৃত মৃত্যু।
“তারপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন”— অর্থাৎ সর্বশেষ মৃত্যু অবধারিত। এরপর সবাই আল্লাহর কাছে ফিরে যাবে।
“তারপর তোমরা যা করতে সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন”— অর্থাৎ আখেরাতে প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে। দিনের পর দিন যে কাজ মানুষ করেছিল, তা আল্লাহর নিকট সংরক্ষিত আছে, এবং কিয়ামতের দিন তা প্রকাশ করা হবে।
আয়াত থেকে আামাদের জন্য শিক্ষা
- প্রতিরাতের ঘুম আমাদের স্মরণ করিয়ে দেয় মৃত্যুর কথা।
- প্রতিদিন সকালে জাগরণ আমাদের মনে করিয়ে দেয় কিয়ামতের পুনরুত্থান।
- মানুষকে সচেতন করা হচ্ছে যে, প্রতিদিনের কাজ আল্লাহর কাছে অক্ষরে অক্ষরে সংরক্ষিত হচ্ছে।
- জীবনের প্রতিটি দিন আমাদের নির্ধারিত আয়ুর দিকে নিয়ে যাচ্ছে। তাই সময়ের মূল্য উপলব্ধি করা জরুরি।
এ আয়াত আমাদের ঘুম, জাগরণ, জীবন ও মৃত্যুর মাধ্যমে আল্লাহর কুদরতের নিদর্শন দেখাচ্ছে এবং কিয়ামতের পুনরুত্থান সম্পর্কে দৃঢ় বিশ্বাস স্থাপন করাতে শিক্ষা দিচ্ছে।
রুপসীবাংলা৭১/এআর

