রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ ঘণ্টার ব্যবধানে রেকর্ড বৃষ্টি কলকাতায়। অকল্পনীয় পরিস্থিতি দক্ষিণবঙ্গে। শারদোৎসবের সময় এমন নজিরবিহীন বৃষ্টি আগে দেখেনি কলকাতা। সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ চলছে মঙ্গলবার সকালেও। বানভাসি শহরে জনজীবন প্রায় স্তব্ধ।
রাতভর টানা ভারী বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত কলকাতা। পানিবন্দি পুরো শহর। কলকাতা, সল্টলেক, হাওড়া এবং লাগোয়া এলাকা বানভাসি পরিস্থিতি। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতায় ভোগান্তি চরমে উঠেছে।
কলকাতা পৌরসভা বলছে, এমন পরিস্থিতিতে আর একটি ফোঁটা বৃষ্টি না হলেও শহরের পরিস্থিতি পুনরায় ‘স্বাভাবিক’ হতে সময় লাগতে পারে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা।
কলকাতার বেশিরভাগ রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যানবাহন চলছে খুবই ধীর গতিতে। ভোগান্তি পাতালপথেও। ব্যাপক বৃষ্টির জেরে ব্যাহত কলকাতার মেট্রো পরিষেবা। ব্লু লাইনে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ। আপ এবং ডাউন দুই লাইনেই পরিষেবা ব্যাহত। ফলে মেট্রো পথে বিচ্ছিন্ন দক্ষিণ কলকাতা।
লাইনে পানি জমে থাকার কারণে চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবাও সকালে আপাতত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। একইভাবে দুর্ভোগের মধ্যে পড়েছেন হাওড়া ডিভিশনের যাত্রীরাও।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই ভারী বর্ষণ। আবহাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আজও দিনভর বৃষ্টি চলবে। বৃহস্পতিতে ফের নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। তবে এর মধ্যে আজ সারাদিন যদি বৃষ্টি হয় কিংবা বৃষ্টির পরিমাণ আরো বাড়ে তাহলে পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলেই মনে করা হচ্ছে।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তার আশেপাশে তৈরি নিম্নচাপ সোমবার ভোরে ঘনীভূত হয়েছে ৷ এর পাশাপাশি ঘূর্ণাবর্তটি যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং একই জায়গায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্তটি সরে গিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা ।
এদিকে এরই মধ্যে শহরে একাধিক মর্মান্তিক ছবি সামনে এসেছে। জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন নেতাজিনগরের এক সাইকেল আরোহী।
কালিকাপুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে। গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেসে একই কারণে এক জনের মৃত্যু। বেনিয়াপুুকুরে চিত্তরঞ্জন হাসপাতালের কাছে আরো এক জনের মৃত্যু হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

