নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডা. এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান আজ ২ সেপ্টেম্বর ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে গতকাল রাতে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানকে একদল সন্ত্রাসী কুপিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা দুঃখজনক। অনেক আন্দোলন গনঅভ্যুথানের পর দেশ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের হামলা এক গভীর ষড়যন্ত্রের অংশ। কোন একটা মহল ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলেই মনে হয়।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে অন্তর্বতীকালীন সরকার। যার ফলে প্রতিদিনই মব ভায়োলেন্স, খুন, ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের ওপর স্থানীয় জনগণের হামলা, সংঘর্ষ, শত-শত আহত হওয়া, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে এলাকার জনগণের সংঘর্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক আতংকের পরিবেশ তৈরি করেছে।
বিবৃতিতে রাজনৈতিক লুৎফর রহমান এর উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করতে হবে। সকল রাজনৈতিক দল দেশবাসীকে মব ভায়োলেন্সসহ সকল প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।