নিজস্ব প্রতিনিধিঃ ১লা সেপ্টেম্বর ২০২৫ সোমবার বিকেল সাড়ে তিনটায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সন্মানিত সচিব মো আব্দুর রহমান তরফদার, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড ইফতেখার আহমেদ চৌধুরী, বিচারপতি ড মোঃ আবু তারিক, এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, সাবেক সচিব এহসানে এলাহী, জালালাবাদ এসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক, জনাব আনোয়ার হোসেন চৌধুরী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব আলীম আখতার খান, হবিগঞ্জ এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা কামরুল হাসান তরফদার, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক জনাব নুরে আলম তালুকদার প্রমূখ। সভাপতিত্ব করেন মেজর জেনারেল এম আজিজুর রহমান বীর উত্তম। সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ আব্দুল রকিব খান। উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম।
মহাসচিব অনেক গুলো দাবি পেশ করেন। তন্মধ্যে, রাষ্ট্রীয়ভাবে জন্ম মৃত্যু দিবস পালন। ভবনের উপরে ডিজিটাল সাইনবোর্ড, ভবনের সামনে প্রতিকৃতি স্থাপন পাঠ্যপুস্তকে জীবনী অন্তর্ভুক্ত করন। প্রধান অতিথি প্রত্যেকটি ছবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। অনেক মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠান কে সফল করায় মহাসচিব সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।