রুপসীবাংলা৭১ প্রতিবেদক : খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বুধবার (২৭ আগস্ট) আশ্রম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জিয়েলতলা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা জানান, কন্যা শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় জিয়েলতলা গ্রামের নারায়ন চন্দ্র রায়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় মামলা করেছেন।
খুলনা পুলিশ সুপারের কার্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ জুলাই রাতে নারায়ন চন্দ্র রায় ভুক্তভোগীর অসুস্থ চাচিকে দেখতে যান। এসময় পরিবার ঘরোয়াভাবে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হওয়ায় ভুক্তভোগী বসতঘরের মাঝের রুমের ফ্লোরে ঘুমিয়ে পড়ে।
রুপসীবাংলা৭১/এআর