রুপসীবাংলা৭১ প্রতিবেদক : গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে শ্যালকদের লাঠির আঘাতে মোজাহার আলী বেপারী ওরফে খাজা বেপারী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত মোজাহার আলী বেপারী প্রধানের বাজার এলাকার বেপারী পাড়া গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।
এলাকাবাসী জানান, মোজাহার আলী বেপারী তার শ্যালকদের কাছ থেকে অনেক বছর আগে ২৪ শতক জমি কেনেন। জমি কেনার সব টাকা পরিশোধ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে তার শ্যালকরা জমিটি দলিল করে দিতে তালবাহানা করছিলেন। এ নিয়ে মোজাহার আলী বেপারীর সঙ্গে তার শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেনের কয়েকবার কথা-কাটাকাটিও হয়। সম্প্রতি লুৎফর ও নবীর ঢাকার কর্মস্থল থেকে এলাকায় ফেরেন।
মোজাহার আলী বেপারী বুধবার সন্ধ্যায় তার শ্যালকদের জমি দলিল করে দিতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লুৎফর ও নবীর লাঠি দিয়ে তাদের ভগ্নিপতি মোজাহার আলীকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় মোহাজার আলী বেপারীকে স্বজনরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে যান। সেখানকার চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত দুইজন পলাতক।
গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল আলীম বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রুপসীবাংলা৭১/এআর