নিজস্ব প্রতিনিধিঃ ২৪ আগস্ট ২০২৫ইং, রবিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আগামী জাতীয় সংসদ সুষ্ঠু নির্বাচনে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা বাংলাদেশের সমৃদ্ধির বিরোধিতা করছে। তারা বাংলাদেশের গণতন্ত্রের বিরোধিতা করছে। তারা বাংলাদেশের জনগনের ভোটকে ভয় পাচ্ছে। অতএব এদেরকে কোন ভাবেই আমাদের প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। আমরা তাদের ভূমিকা ১৯৭১ সালে দেখেছি। এখন জুলাই সনদে যখন ১৯৭১ উল্লেখ করা হয় তখন তারা গোস্যা করে। তাদের ভিতরে হতাশা তৈরি হয়। তারা বলেন ৭১ কিছু না, স্বাধীনতা কিছু না।
জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে এড. আহমেদ আযম খান বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের এ সংগঠন দারুন ভূমিকা রেখেছে। জিসফের উদ্যোগে প্রেসক্লাবের ভিতরে ও বাইরে অনেক প্রোগ্রামে আমিসহ জাতীয় নেতারা এসেছি। আমি আশা করবো ভবিষ্যতে এই সংগঠন দেশের স্বার্থে কাজ করে যাবে।
জিসফ সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিএনপি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এইচ.এম সাইফ আলী খান, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনির, চট্টগ্রাম ইউনির্ভার্সিটি জাতীয়তাবাদী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আলম, মৎস্যজীবী দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইসমাইল হোসেন সিরাজী, হৃদয়ের পতাকা ২ মার্চ-এর সভাপতি সাহানা সুলতানা, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম মানিক, তেজগাঁও থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি নজরুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন হৃদয়, রাজিব আহমেদ, ইঞ্জি. সুমন, মোঃ মামুন হোসেন, মোঃ নোমান হোসেন, আবু তাহের, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, শিশু বিষয়ক সম্পাদক মোঃ খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ লিটন হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, কেন্দ্রীয় সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, মনির হোসেন, মামুন হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শেখ শহীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লা ভূঁইয়া, সদস্য সচিব হাইকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এম এ খায়ের, সোহেল কলঞ্চমা, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ফয়েজ পাটোয়ারী, জিসফ শ্যামপুর থানার আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ পলাশ, সদস্য সচিব মোঃ হাবিব, কাফরুল থানার আহ্বায়ক মোঃ খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন হাওলাদার, ফরিদপুর জেলা আহ্বায়ক কামরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী শেখ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, শরীয়তপুর জেলার আহ্বায়ক মনির চৌধুরী সদস্য সচিব আমিন উদ্দিন বেপারী, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন প্রমুখ।