নিজস্ব প্রতিনিধিঃ খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় নিরাপদ খাদ্যদিবস ২০২৫ উপলক্ষ্যে সুপার স্পেশালাইজড হাসপাতাল বিএমএসইউ শাহবাগ ঢাকায় লেকচার হলে অনুস্ঠিত সেমিনারে পরেবিশিত খাদ্য ছিলো পচ,বাসি ও দুর্গন্ধযুক্ত। যা সম্পুন্ন খাবার অযোগ্য। অদ্য ২/২/২৫ তারিখ সকাল ৯.৩০ মিনিটে নিরাপদ খাদ্য দিবস ছিলো। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুপুরের খাবার বিতরণ করা হয়, যা ছিলো পচা খাবার অযোগ্য। সবাই খাবার খেতে না পেরে ফেলিয়ে দিয়েছে। এর ফলে সরকারের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে এবং স্ব্যাস্থ ঝুঁকি হয়েছে। শুধু তাই নই নিরাপদ খাদ্য নিয়েও সবার মনে সংশয় উদ্রেক করে।
এর জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব,শ্রাবস্তী রায় এবং চেয়ারম্যান, জাকারিয়া দায়ী। দ্বায়িত্বে অবহেলা, অযোগ্যতা ও দুর্নীতির দায়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি উঠেছে।